ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন
বকেয়া বেতন দাবি

টঙ্গীর তিন কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১২:৫৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১২:৫৪:১১ পূর্বাহ্ন
টঙ্গীর তিন কারখানায় শ্রমিকদের কর্মবিরতি
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে আবারও সিজন্স ড্রেসেস লিমিটেড পোশাক কারখানাসহ আরও দুই পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। টঙ্গী পশ্চিম থানার খাঁ পাড়া এলাকার ওই কারখানার প্রায় ১৫০০ শ্রমিক জুলাই মাসের অবশিষ্ট (অর্ধেক) বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন। গতকাল বৃহস্পতিবরা সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে তারা কর্মবিরতি শুরু করেন। শ্রমিকরা বলেন, গত মঙ্গলবার মালিকপক্ষ জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করেছে। বাকি অর্ধেক বেতন পরিশোধ করেনি। বলেছে বকেয়া বেতন পরে পরিশোধ করা হবে। এটা আমরা মানতে পারবো না। বকেয়া বেতন পরিশোধ করে আমাদের কাজে নিতে হবে। জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের ওই মাসের অর্ধেক বেতন দেয়। গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী অঞ্চল) মোশাররফ হোসেন জানান, সিজন্স ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের আগামী রোববার বকেয়া অর্ধেক বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। ঘোষণার দিন তারা মেনে নিলেও বকেয়া অর্ধেক বেতনের জন্য আবার তারা কারখানার ভেতরে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছেন। তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবরা বেলা ১১টা থেকে গাজীপুর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ রোড, উত্তর আউচপাড়া এলাকার এস আর পি সোয়েটার লিমিটেডের প্রায় দুই শতাধিক শ্রমিক আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন। সকাল ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার ১২৫০ জন শ্রমিক আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান করছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য