ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

সীতাকুণ্ডে তীব্র পানি সংকট ॥ আউশের চাষ হচ্ছে না ৬ হাজার হেক্টর জমিতে

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৬:০০:৩৬ অপরাহ্ন
সীতাকুণ্ডে তীব্র পানি সংকট ॥ আউশের চাষ হচ্ছে না ৬ হাজার হেক্টর জমিতে Drought
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পানি সংকট তীব্র হয়ে উঠেছেপানির অভাবে চলতি মৌসুমে ছয় হাজার হেক্টর জমিতে আউশ চাষ সম্ভব হচ্ছে নাএ ছাড়া চাষাবাদ করার পরও প্রয়োজনীয় পানি দিতে না পারায় বহু জমির ফসলহানি হয়েছেফলে কৃষকরা সবাই এখন বৃষ্টির অপেক্ষায়
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে পানি সংকটে জনজীবনে নানামুখী দুর্ভোগ সৃষ্টি হয়েছেএলাকার বহু টিউবওয়েলে পানি উঠছে নাসবচেয়ে বড় সমস্যায় পড়েছেন সবজি ভাণ্ডারখ্যাত এই উপজেলার হাজার হাজার কৃষকচলতি মৌসুমে শুধু পানি সংকটের কারণে ছয় হাজার হেক্টর জমিতে আউশ রোপণ করা সম্ভব হচ্ছে নানষ্ট হয়ে যাচ্ছে এরই মধ্যে চাষ করা টমেটো, বরবটি, ঝিঙ্গা, কাঁকরোলসহ গ্রীষ্মকালীন নানা সবজিসরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কৃষকদের পানি নিয়ে হতাশার কথা জানা গেছে
আউশের চাষ হচ্ছে না ৬০০০ হেক্টর জমিতে কৃষক নাছির আহমেদ জানান, তিনি চলতি মৌসুমে ৮০ শতক জমিতে টমেটো, কুমড়া, বরবটিসহ নানা সবজির চাষ করেছেনকিন্তু পানি সংকটে তার চাষাবাদ খুবই ব্যাহত হচ্ছেপানির অভাবে গাছগুলো শুকিয়ে মৃতপ্রায়অথচ পানির কোনো ব্যবস্থা করা যাচ্ছে নাতিনি আরো জানান, মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী কৃষিপ্রধান একটি এলাকাএখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে চাষাবাদ হয়অথচ মাঠের মাঝে নেই কোনো গভীর নলকূপ
ফলে খেতের গাছগুলো শুকিয়ে কাঠঅনেক দূরে দূরে দুয়েকটি পুকুর আছেএসব পুকুরের মালিকের কাছ থেকে মেশিন বসিয়ে পানি কেনা যায় সামান্য পরিমাণপ্রতি ঘণ্টার জন্য এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হয়তাও বেশি পানি দেয় নাপুকুর শুকিয়ে যাচ্ছেএভাবে সব কৃষক পানি পান নাআর এত টাকা দিয়ে পানি কিনলে সবজি বিক্রি করে লোকসান হবেঅন্য কৃষক মুজিবুল হক বলেন, ‘এখানে আগে এই মৌসুমে শত শত কৃষক তরমুজ ও বাঙ্গি চাষ করতেনপর্যাপ্ত পানি না থাকায় ধীরে ধীরে এসব চাষ বন্ধ হয়ে গেছেএখন জমিতে লাগানো চিচিঙ্গা, করলা, বরবটি, ক্ষীরা ইত্যাদি নষ্ট হয়ে যাচ্ছেপানি সংকট এত তীব্র হলে ধীরে ধীরে চাষাবাদ বন্ধ হয়ে যাবে
কৃষকরা আরো জানান, এই মৌসুমে আউশ চাষ করার কথা থাকলেও পানি সংকটের কারণে একজন কৃষকও আউশ ধান চাষ করতে পারছেন নাউপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, ভাটিয়ারী ও সলিমপুর এলাকার জমিগুলোতে এ মৌসুমে আউশ ধান রোপণের কথাসেসব জমি এখন খালি পড়ে আছে পানি সংকটে
সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, আসলে পানি সংকট ক্রমে বাড়ছেএই মৌসুমে ফসলের খেতে পর্যাপ্ত পানি দেয়া যাচ্ছে নাবিশেষ করে আউশ ধান রোপণের উপযুক্ত সময় এখনকিন্তু পানি সংকটে ছয় হাজার হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা যাচ্ছে নাকৃষকরা বৃষ্টির দিকে তাকিয়ে আছেনবৃষ্টি শুরু হলে আউশ চাষ শুরু হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য