ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

সীতাকুণ্ডে তীব্র পানি সংকট ॥ আউশের চাষ হচ্ছে না ৬ হাজার হেক্টর জমিতে

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৬:০০:৩৬ অপরাহ্ন
সীতাকুণ্ডে তীব্র পানি সংকট ॥ আউশের চাষ হচ্ছে না ৬ হাজার হেক্টর জমিতে Drought
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পানি সংকট তীব্র হয়ে উঠেছেপানির অভাবে চলতি মৌসুমে ছয় হাজার হেক্টর জমিতে আউশ চাষ সম্ভব হচ্ছে নাএ ছাড়া চাষাবাদ করার পরও প্রয়োজনীয় পানি দিতে না পারায় বহু জমির ফসলহানি হয়েছেফলে কৃষকরা সবাই এখন বৃষ্টির অপেক্ষায়
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে পানি সংকটে জনজীবনে নানামুখী দুর্ভোগ সৃষ্টি হয়েছেএলাকার বহু টিউবওয়েলে পানি উঠছে নাসবচেয়ে বড় সমস্যায় পড়েছেন সবজি ভাণ্ডারখ্যাত এই উপজেলার হাজার হাজার কৃষকচলতি মৌসুমে শুধু পানি সংকটের কারণে ছয় হাজার হেক্টর জমিতে আউশ রোপণ করা সম্ভব হচ্ছে নানষ্ট হয়ে যাচ্ছে এরই মধ্যে চাষ করা টমেটো, বরবটি, ঝিঙ্গা, কাঁকরোলসহ গ্রীষ্মকালীন নানা সবজিসরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কৃষকদের পানি নিয়ে হতাশার কথা জানা গেছে
আউশের চাষ হচ্ছে না ৬০০০ হেক্টর জমিতে কৃষক নাছির আহমেদ জানান, তিনি চলতি মৌসুমে ৮০ শতক জমিতে টমেটো, কুমড়া, বরবটিসহ নানা সবজির চাষ করেছেনকিন্তু পানি সংকটে তার চাষাবাদ খুবই ব্যাহত হচ্ছেপানির অভাবে গাছগুলো শুকিয়ে মৃতপ্রায়অথচ পানির কোনো ব্যবস্থা করা যাচ্ছে নাতিনি আরো জানান, মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী কৃষিপ্রধান একটি এলাকাএখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে চাষাবাদ হয়অথচ মাঠের মাঝে নেই কোনো গভীর নলকূপ
ফলে খেতের গাছগুলো শুকিয়ে কাঠঅনেক দূরে দূরে দুয়েকটি পুকুর আছেএসব পুকুরের মালিকের কাছ থেকে মেশিন বসিয়ে পানি কেনা যায় সামান্য পরিমাণপ্রতি ঘণ্টার জন্য এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হয়তাও বেশি পানি দেয় নাপুকুর শুকিয়ে যাচ্ছেএভাবে সব কৃষক পানি পান নাআর এত টাকা দিয়ে পানি কিনলে সবজি বিক্রি করে লোকসান হবেঅন্য কৃষক মুজিবুল হক বলেন, ‘এখানে আগে এই মৌসুমে শত শত কৃষক তরমুজ ও বাঙ্গি চাষ করতেনপর্যাপ্ত পানি না থাকায় ধীরে ধীরে এসব চাষ বন্ধ হয়ে গেছেএখন জমিতে লাগানো চিচিঙ্গা, করলা, বরবটি, ক্ষীরা ইত্যাদি নষ্ট হয়ে যাচ্ছেপানি সংকট এত তীব্র হলে ধীরে ধীরে চাষাবাদ বন্ধ হয়ে যাবে
কৃষকরা আরো জানান, এই মৌসুমে আউশ চাষ করার কথা থাকলেও পানি সংকটের কারণে একজন কৃষকও আউশ ধান চাষ করতে পারছেন নাউপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, ভাটিয়ারী ও সলিমপুর এলাকার জমিগুলোতে এ মৌসুমে আউশ ধান রোপণের কথাসেসব জমি এখন খালি পড়ে আছে পানি সংকটে
সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, আসলে পানি সংকট ক্রমে বাড়ছেএই মৌসুমে ফসলের খেতে পর্যাপ্ত পানি দেয়া যাচ্ছে নাবিশেষ করে আউশ ধান রোপণের উপযুক্ত সময় এখনকিন্তু পানি সংকটে ছয় হাজার হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা যাচ্ছে নাকৃষকরা বৃষ্টির দিকে তাকিয়ে আছেনবৃষ্টি শুরু হলে আউশ চাষ শুরু হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য