ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

আবারও বাংলাদেশের জয় নিয়ে মন্তব্য করলেন বাসিত

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:১৯ অপরাহ্ন
আবারও বাংলাদেশের জয় নিয়ে মন্তব্য করলেন বাসিত
স্পোর্টস ডেস্ক
চেন্নাই টেস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তিনি বলেছেন, ভারতের কাছে হার থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবে কেবল বৃষ্টি। আর বৃষ্টি না হলে বাংলাদেশ এই টেস্টে নিশ্চিতভাবেই হারবে। বাসিত আলি মন্তব্য করেছেন, যখন ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছিলো ভারত। প্রথম দিন শেষে সপ্তম উইকেটে ভারতের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি দেখেই মূলত এই ভবিষ্যদ্বাণী করেন তিনি। মজার ব্যাপার হলো, এর আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়েও এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন বাসিত। কিন্তু মাঠে দেখা গেছে তার কথার বিপরীত। পাকিস্তানকে ধবলধোলাই করে ছেড়েছে বাংলাদেশ। যে কারণে, বাসিতের এবারের ভবিষ্যদ্বাণী নিয়ে অনেকে হাসি-তামাশায় মজতে পারেন। কিন্তু পাকিস্তান সিরিজের ভবিষ্যৎদ্বাণী বাস্তবতার মুখ না দেখলেও এবার আত্মবিশ্বাসী বাসিত। বাংলাদেশের হারের কারণ হিসেবে বাসিত ভারতের বোলিং আক্রমণের কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে এটি বলেছিলাম। আমি আবারও বলবো, শুধুমাত্র বৃষ্টিই বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারে। গতবার পাকিস্তান আমাকে ভুল প্রমাণ করেছে। আজ আমি বাসিত আলি আমার কথায় অটল।’ বাসিত আলি ভারতের তিন পেসার আক্রমণের প্রশংসা করেন। জাসপ্রিত বুমরাহ, আকাশ দিপ ও মোহাম্মদ সিরাজের নাম উল্লেখ করেন তিনি। বাসিত বলেন, ‘বুমরাহ, সিরাজ, আকাশ... এই পাঁচ বোলারই ২০ উইকেট নেওয়ার জন্য যথেষ্ট। এখানে গম্ভীরের ভূমিকা রাখার দরকার নেই। বাংলাদেশকে সুযোগ দিন এবং তাদের খেলা খেলতে দিন। চতুর্থ এবং পঞ্চম দিনে পিচ পরিবর্তন হয়ে যাবে।’ এমনটি বাসিত আলি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কৌশলের সমালোচনাও করেছেন। হাসান মাহমুদকে কেন এত বেশি বোলিং করানো হচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা। বাসিত আলি বলেন, ‘শান্ত ভুল করেছে। হাসান চার উইকেট নেওয়ার মানে এই নয় যে, আপনি তাকে এত ওভার বোলিং করাবেন। তাকে (হাসান) বিশ্রাম দেওয়া এবং স্পিনারদের দিয়ে বোলিং করানো উচিত ছিল। সে (শান্ত) হাসানকে দিয়ে বোলিং করাচ্ছে পাঁচ উইকেট পাওয়ার জন্য। তবে বিশ্রাম তাকে (হাসান) আরও ভালো পারফরম্যান্সে সহায়তা করতে পারে।’ 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ