ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খালিয়াজুরীতে স্পিডবোট ডুবি নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার প্রতিবছর টাইফয়েডে আক্রান্ত লাখো মানুষ, অধিকাংশই শিশু আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার আটক শ্রীপুরের মাওনা চৌরাস্তা বৃষ্টি হলেই জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু

হেডের ক্যারিয়ার সেরা ইনিংস, এলোমেলো ইংল্যান্ড

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:০৫:৪৫ অপরাহ্ন
হেডের ক্যারিয়ার সেরা ইনিংস, এলোমেলো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
দুই দলের দুই বাঁহাতি ওপেনার রান পেলেন। একজন ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। নার্ভাস নাইন্টিজে গিয়ে আটকে গেছেন। আরেকজন ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার পর চোখের পলকে ছাড়িয়ে যান দেড়শ। দিন শেষে ব্যবধান গড়ে দেওয়া এই ইনিংসেই জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। নটিংহ্যামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেছে ৭ উইকেটে। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের ৯৫ রানে ভর করে ইংল্যান্ড ৩১৫ রানের ভালো পুঁজি পায়। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জবাব দিতে নেমে ট্রেভিস হেড ১২৯ বলে খেলেন ১৫৪ রানের অপরাজিত ইনিংস। তার দেড়শ রানের এই ইনিংসে ৩৬ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির ইনিংসটি হেড সাজিয়েছেন ২০ চার ও ৫ ছক্কায়। ১৭২ মিনিট ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। হেডের সঙ্গে ৭৭ রানে অপরাজিত ছিলেন মার্নাস লাবুশানে। ৬১ বলে ৭ চার ও ২ ছক্কায় লাবুশানে ইনিংসটি খেলেন। এছাড়া ৩২ রানের দুটি ইনিংস আসে স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে। এর আগে বেন ডাকেট ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে লাবুশানের বলে ফিরতি ক্যাচ দেন তিনি। ১১ চারে এই ইনিংসটি খেলেন এই ওপেনার। এছাড়া ৫৬ বলে ৬২ রান করেন উইল জ্যাকস। প্রথমবার অধিনায়কত্ব করতে নামা হ্যারি ব্রুক ৩১ বলে করেন ৩৯ রান। শেষ দিকে জ্যাকব বেথালের ৩৪ বলে ৩৫ রানের ইনিংসে ইংল্যান্ড চ্যালেঞ্জিং পুঁজি পায়। বল হাতে জাম্পা ও লাবুশানে নেন ৩টি করে উইকেট। ২ উইকেট পান হেড। বোলিংয়ে ২ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে ম্যারাথন ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হেড। সহজ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ লিডসে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য