ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

তীব্র তাপপ্রবাহ : কমেছে দুধ ডিম মাংস উৎপাদন

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৪৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৪৮:০৭ অপরাহ্ন
তীব্র তাপপ্রবাহ : কমেছে দুধ ডিম মাংস উৎপাদন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের ওপর দিয়ে বয়ে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহপ্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি গবাদিপশুরও ত্রাহি ত্রাহি অবস্থাস্বাভাবিকভাবে খেতে পারছে না খাবারঘরে বাইরে কোথাও কুলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেআবার হিটস্ট্রোকে মারাও যাচ্ছে গবাদিপশুগুলোফলে কমে যাচ্ছে ডিম, দুধ ও মাংসের উৎপাদনতবে কৃত্রিম উপায়ে এসব খামার শীতল রাখার চেষ্টা করছেন খামারিরা।  
খোঁজ নিয়ে জানা যায়, দেশের দুগ্ধ ভাণ্ডার বলে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি, রেশমবাড়ি, রাউতারা, পোতাজিয়াসহ মিল্কভিটার আওতাভুক্ত বিভিন্ন খামারের গাভি স্বাভাবিক খাবার খেতে পারছে নাফলে দুধ উৎপাদন ৩০ থেকে ৩৫ শতাংশ কমে গেছে। 
রেশমবাড়ী এলাকার খামারি মিজানুর রহমান ফকির বলেন, আমার খামারে ৯০টি গরুর রয়েছেগরমে একটি গাভি মারা গেছেপ্রায় সবগুলোর পা জড়িয়ে গেছে (ঘা হয়েছে)দুধের উৎপাদন কমেছে প্রায় ৪০ শতাংশআগে যেখানে ১০০ লিটার দুধ পেতাম সেখানে ৬০ লিটার হচ্ছেহোসেন আলী ফকির ও বাদশাসহ একাধিক খামারির সঙ্গে কথা বললে তারা জানান, প্রচণ্ড গরমে খামারে বা বাথানে কোথাও ঠিকমতো থাকতে পারছে না গরুগুলোজ্বর, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেনঠিকমতো খাবারও খাচ্ছে নাফলে দুধের উৎপাদন কমে যাচ্ছেএদিকে উৎপাদন কমে যাওয়ায় বাঘাবাড়ি দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা মিল্কভিটায় দুধ সরবরাহও কমে গেছেগরমে উৎপাদন অনেক কমে গেছেবেড়েছে গোখাদ্যের দামগো-খাদ্যের চেয়ে দুধের দাম কমখামারিরা বাধ্য হয়ে গরু বিক্রি করে দিচ্ছেন। 
মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক সাইদুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমের কারণে দুধের উৎপাদন কমেছেনদীর পাশে যেসব খামার আছে, তারা সহজেই পানি পাচ্ছেনযারা বাড়িতে খামার করেছেন, তারা বেশি বেকায়দায় পড়েছেনমিল্ক ভিটার টার্গেট প্রতিদিন গড়ে ৯০ হাজার লিটার দুধতবে এখন খামারিরা ৫০ হাজার লিটারের বেশি দুধ সরবরাহ দিতে পারছেন নাএদিকে কোরবানির জন্য জেলায় ছয় লাখের মতো গরু তৈরি করছে খামারিরাগরমে ষাঁড়গুলোর নাভিশ্বাস উঠে গেছেঠিকমতো খাবার খেতে পারছে না। 
সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় ব্রয়লার ও লেয়ার মুরগি উৎপাদন করা হয়এসব খামারিরা বলেন, ২০ থেকে ২৫ শতাংশ ডিম উৎপাদন কমেছেহিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগিহাঁসগুলো পুকুরের পানিতেও কুলাতে পারছে না
জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওমর ফারুক বলেন, প্রায় ৬ লাখ গরু কোরবানির জন্য তৈরি করা হচ্ছেচাহিদা দুই লাখ ২০ হাজারের মতোবাকি গরুগুলো বাইরে সরবরাহ করা হবেবর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছেএটা একটা প্রাকৃতিক দুর্যোগ
প্রাণিসম্পদের সব কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে মাঠে থাকার জন্যআমি নিজেও মাঠে রয়েছিমুরগির খামার একটি সেনসেটিভ বিষয়সিরাজগঞ্জ সদর, কাজিপুর, ও রায়গঞ্জ পোল্ট্রি জোনএখানে একটু ঝুঁকি আছেযেহেতু প্রচণ্ড তাপ চলছে ব্রয়লারের ক্ষেত্রে ঝুঁকিটা বেশিমাংস ও ডিমের উৎপাদন কিছুটা কমে গেছেখামারিদের পরামর্শ দেয়া হচ্ছে দিনের বেলায় বেশি তাপমাত্রায় খাবার কম দিয়ে রাতে বেশি খাবার দিতে হবেটিনের শেডে চট ভিজিয়ে রাখতে বলা হয়েছেভিটামিন সি জাতীয় খাবার বেশি দিতে হবেএদিকে তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, গত দু-দিন ধরে এ অঞ্চলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছেএ সপ্তাহ জুড়েই এমন অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য