ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

তীব্র তাপপ্রবাহ : কমেছে দুধ ডিম মাংস উৎপাদন

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৪৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৫:৪৮:০৭ অপরাহ্ন
তীব্র তাপপ্রবাহ : কমেছে দুধ ডিম মাংস উৎপাদন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের ওপর দিয়ে বয়ে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহপ্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি গবাদিপশুরও ত্রাহি ত্রাহি অবস্থাস্বাভাবিকভাবে খেতে পারছে না খাবারঘরে বাইরে কোথাও কুলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেআবার হিটস্ট্রোকে মারাও যাচ্ছে গবাদিপশুগুলোফলে কমে যাচ্ছে ডিম, দুধ ও মাংসের উৎপাদনতবে কৃত্রিম উপায়ে এসব খামার শীতল রাখার চেষ্টা করছেন খামারিরা।  
খোঁজ নিয়ে জানা যায়, দেশের দুগ্ধ ভাণ্ডার বলে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি, রেশমবাড়ি, রাউতারা, পোতাজিয়াসহ মিল্কভিটার আওতাভুক্ত বিভিন্ন খামারের গাভি স্বাভাবিক খাবার খেতে পারছে নাফলে দুধ উৎপাদন ৩০ থেকে ৩৫ শতাংশ কমে গেছে। 
রেশমবাড়ী এলাকার খামারি মিজানুর রহমান ফকির বলেন, আমার খামারে ৯০টি গরুর রয়েছেগরমে একটি গাভি মারা গেছেপ্রায় সবগুলোর পা জড়িয়ে গেছে (ঘা হয়েছে)দুধের উৎপাদন কমেছে প্রায় ৪০ শতাংশআগে যেখানে ১০০ লিটার দুধ পেতাম সেখানে ৬০ লিটার হচ্ছেহোসেন আলী ফকির ও বাদশাসহ একাধিক খামারির সঙ্গে কথা বললে তারা জানান, প্রচণ্ড গরমে খামারে বা বাথানে কোথাও ঠিকমতো থাকতে পারছে না গরুগুলোজ্বর, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেনঠিকমতো খাবারও খাচ্ছে নাফলে দুধের উৎপাদন কমে যাচ্ছেএদিকে উৎপাদন কমে যাওয়ায় বাঘাবাড়ি দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা মিল্কভিটায় দুধ সরবরাহও কমে গেছেগরমে উৎপাদন অনেক কমে গেছেবেড়েছে গোখাদ্যের দামগো-খাদ্যের চেয়ে দুধের দাম কমখামারিরা বাধ্য হয়ে গরু বিক্রি করে দিচ্ছেন। 
মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক সাইদুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমের কারণে দুধের উৎপাদন কমেছেনদীর পাশে যেসব খামার আছে, তারা সহজেই পানি পাচ্ছেনযারা বাড়িতে খামার করেছেন, তারা বেশি বেকায়দায় পড়েছেনমিল্ক ভিটার টার্গেট প্রতিদিন গড়ে ৯০ হাজার লিটার দুধতবে এখন খামারিরা ৫০ হাজার লিটারের বেশি দুধ সরবরাহ দিতে পারছেন নাএদিকে কোরবানির জন্য জেলায় ছয় লাখের মতো গরু তৈরি করছে খামারিরাগরমে ষাঁড়গুলোর নাভিশ্বাস উঠে গেছেঠিকমতো খাবার খেতে পারছে না। 
সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় ব্রয়লার ও লেয়ার মুরগি উৎপাদন করা হয়এসব খামারিরা বলেন, ২০ থেকে ২৫ শতাংশ ডিম উৎপাদন কমেছেহিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগিহাঁসগুলো পুকুরের পানিতেও কুলাতে পারছে না
জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওমর ফারুক বলেন, প্রায় ৬ লাখ গরু কোরবানির জন্য তৈরি করা হচ্ছেচাহিদা দুই লাখ ২০ হাজারের মতোবাকি গরুগুলো বাইরে সরবরাহ করা হবেবর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছেএটা একটা প্রাকৃতিক দুর্যোগ
প্রাণিসম্পদের সব কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে মাঠে থাকার জন্যআমি নিজেও মাঠে রয়েছিমুরগির খামার একটি সেনসেটিভ বিষয়সিরাজগঞ্জ সদর, কাজিপুর, ও রায়গঞ্জ পোল্ট্রি জোনএখানে একটু ঝুঁকি আছেযেহেতু প্রচণ্ড তাপ চলছে ব্রয়লারের ক্ষেত্রে ঝুঁকিটা বেশিমাংস ও ডিমের উৎপাদন কিছুটা কমে গেছেখামারিদের পরামর্শ দেয়া হচ্ছে দিনের বেলায় বেশি তাপমাত্রায় খাবার কম দিয়ে রাতে বেশি খাবার দিতে হবেটিনের শেডে চট ভিজিয়ে রাখতে বলা হয়েছেভিটামিন সি জাতীয় খাবার বেশি দিতে হবেএদিকে তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, গত দু-দিন ধরে এ অঞ্চলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছেএ সপ্তাহ জুড়েই এমন অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ