ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান

যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:১০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:১০:৩২ অপরাহ্ন
যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত

ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সম্প্রতি ‘বাংলাদেশ পরিস্থিতি’ বিশ্লেষণ করার নির্দেশ দিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার যেকোনো ‘নিরাপত্তা চ্যালেঞ্জ’ মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অস্থির বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং ভারতের সামগ্রিক নৌ-শক্তিকে আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ আহ্বান জানান রাজনাথ সিং।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
গত বৃহস্পতিবার নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতকে এখন ভারত মহাসাগরে একটি শক্তিশালী নিরাপত্তা অংশীদার হিসেবে দেখা হচ্ছে এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় নৌবাহিনী। এসময়, অত্যাধুনিক জাহাজ ও সাবমেরিন যুক্ত করে ভারতীয় নৌবাহিনীর ‘যুদ্ধের সক্ষমতা’ বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেছেন রাজনাথ সিং। ভারতীয় শিপইয়ার্ডে বর্তমানে ৬৪টি জাহাজ ও সাবমেরিন নির্মাণাধীন এবং ২৪টি অতিরিক্ত প্ল্যাটফর্মের অর্ডার দেয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইকোনমিক টাইমস বলছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিতে আত্মতুষ্টির কিছু নেই উল্লেখ করে নিয়মিত নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী কমান্ডারদের বর্তমান অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন। এর আগে, গত ৫ সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে ভাষণ দেয়ার সময় ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং ‘অপ্রত্যাশিত’ যেকোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ