ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু
কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান

যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১১:১০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১১:১০:৩২ অপরাহ্ন
যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত

ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সম্প্রতি ‘বাংলাদেশ পরিস্থিতি’ বিশ্লেষণ করার নির্দেশ দিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার যেকোনো ‘নিরাপত্তা চ্যালেঞ্জ’ মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অস্থির বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং ভারতের সামগ্রিক নৌ-শক্তিকে আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ আহ্বান জানান রাজনাথ সিং।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
গত বৃহস্পতিবার নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতকে এখন ভারত মহাসাগরে একটি শক্তিশালী নিরাপত্তা অংশীদার হিসেবে দেখা হচ্ছে এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় নৌবাহিনী। এসময়, অত্যাধুনিক জাহাজ ও সাবমেরিন যুক্ত করে ভারতীয় নৌবাহিনীর ‘যুদ্ধের সক্ষমতা’ বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেছেন রাজনাথ সিং। ভারতীয় শিপইয়ার্ডে বর্তমানে ৬৪টি জাহাজ ও সাবমেরিন নির্মাণাধীন এবং ২৪টি অতিরিক্ত প্ল্যাটফর্মের অর্ডার দেয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইকোনমিক টাইমস বলছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিতে আত্মতুষ্টির কিছু নেই উল্লেখ করে নিয়মিত নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী কমান্ডারদের বর্তমান অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন। এর আগে, গত ৫ সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে ভাষণ দেয়ার সময় ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং ‘অপ্রত্যাশিত’ যেকোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ