ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

নতুন চমক দিতে যাচ্ছেন সামারা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৬:৫৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৬:৫৯:৫২ অপরাহ্ন
নতুন চমক দিতে যাচ্ছেন সামারা
বিনোদন ডেস্ক
আজ শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে অ্যাকশন হরর সিনেমা ‘আজরাইল’। ইভান লুইজ কাট্জ পরিচালিত এ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন সামারা ওয়েভিং। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন সামারা। হলিউড চলচ্চিত্র সমালোচকদের মতে, এ সিনেমার মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিতে যাচ্ছেন অভিনেত্রী। ‘আজরাইল’ সিনেমায় সামারার সঙ্গে অভিনয়ে আরও রয়েছেন-ভিক্টোরিয়া কারমেন সোনি, নাথান স্টুয়ার্ট জেরেট, ক্যাটারিনা আন্ট প্রমুখ। অস্ট্রেলীয় অভিনেত্রী সুপার মডেল সামারা ওয়েভিং-এর পর্দায় অভিষেক হয়েছিল শর্টফিল্মের মাধ্যমে, ২০০৯ সালে। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। এখন ৩২। পরবর্তী ১৫ বছরে হলিউডে ক্যারিয়ার সাজাতে করে গেছেন অক্লান্ত পরিশ্রম। সাফল্যের প্রথম দেখা পেয়েছিলেন ২০১৬ সালে ফিন এডকুইস্ট পরিচালিত অস্ট্রেলীয় সিনেমা ‘ব্যাড গার্ল’র মাধ্যমে। ওই সিনেমায় তার অভিনীত ক্লোয়ে বুচানন চরিত্রটি তাকে দিয়েছিল তারকা হওয়ার সম্ভাব্য ইঙ্গিত। আর হলিউডে তার প্রথম সাফল্য আসে পরের বছরই- জোসেফ ম্যাকজি পরিচালিত ‘দ্য বেবিসিটার’ সিনেমা দিয়ে। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, তিনি হলিউড থেকে খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসেননি। ২০১৯ সালে ‘রেডি অর নট’ সিনেমা দিয়েও দর্শকদের মনে জায়গা করে নেন অভিনেত্রী। আর এবার ‘আজরাইল’ দিয়ে নতুন চমক দিতে যাচ্ছেন সামারা। সিনেমায় সামারার এ সংগ্রামী ভূমিকাই তাকে দক্ষ অভিনেত্রীর স্বীকৃতি দেবে বলে মনে করছেন সমালোচকরা। কেউ বলছেন, কোনো কোনো পুরস্কার হাতছানি দিয়ে ডাকছে সামারাকে। যুক্তরাষ্ট্র্রের টেক্সাসে ৯ মার্চ যখন সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে এ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, তখন থেকেই প্রচার হতে থাকে ‘আজরাইল’ সিনেমার গল্প। মূলত সাইমন ব্যারেটের লেখা এ সিনেমায় আজরাইল একটি কাল্পনিক চরিত্র। নারীশাসিত একটি রাজ্য-যেখানে ক্ষমতাসীন নারীদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। এখানে এক নারীকে হন্যে হয়ে খুঁজছে একদল নারী। কারণ আজরাইল নামের ওই নারী জেল থেকে পালিয়েছে। বহু ধরনের মিশন শেষে সে ধরাও পড়েছে। সিদ্ধান্ত হয়, মরুভূমিতে নিয়ে তাকে বিখ্যাত প্রাচীন শয়তানের কাছে বলি দেওয়া হবে। যে কথা সেই কাজ। কিন্তু এখানে শয়তানের সঙ্গে আজরাইলের ব্যাপক যুদ্ধ হয়। আজরাইল নিজেকে বাঁচিয়ে রাখতে সংগ্রাম করতে থাকে। ১৫ বছরের ক্যারিয়ারে পুরস্কারের ঝুলিও খুব একটা ছোট নয় সামারার। ২০১৭ সালে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং’ সিনেমার জন্য সেরা কাস্ট হিসাবে পেয়েছেন ফ্লোরিডা ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড। পরের বছরই সেরা অভিনয়ের সমাহার ক্যাটাগরিতে একই সিনেমার জন্য পেয়েছেন ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড। এ সিনেমার জন্য পেয়েছেন আরও চার প্রতিষ্ঠানের স্বীকৃতি। তবে সামনে লক্ষ্য আরো বড়। তাই নিজেকে প্রতিনিয়ত ভেঙে গড়ে পরিশ্রম করে যাচ্ছেন সামারা। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য