ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

অবসরের ঘোষণা সাকিবের দিলেন সাকিব

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৭:২৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৭:২৫:৫৭ অপরাহ্ন
অবসরের ঘোষণা সাকিবের দিলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারত সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। সেই সিরিজ দিয়েই সাকিব নিজের টেস্ট ক্যারিয়ার সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন। এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানিয়েছেন এই কিংবদন্তিতুল্য ক্রিকেটার। সেই সাথে জানিয়েছেন, যেকোনো ফরম্যাটে নিজের শেষ বিশ্বকাপও খেলে ফেলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে এসে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের  ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে এখনই লাল বলের ক্রিকেট ছাড়ছেন না ৩৭ বছর বয়সী এই তারকা।  তিনি জানিয়েছেন, আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই হবে তার টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ সিরিজ। এ সময় সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’ যদিও সরকার পরিবর্তনের পর সাকিবের নামে অভিযোগ থাকায় তার দেশে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিসিবি থেকে জানানো হয়েছে, সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে হেনস্থা করা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজে যদি সাকিব খেলেন, এটিই হবে তার শেষ টেস্ট সিরিজ। আর কানপুর টেস্ট বিদেশের মাটিতে তার শেষ টেস্ট। সাম্প্রতিক কিছু ঘটনায় বিপর্যস্ত সাকিব। সংবাদসম্মেলনে তাকে দেখা গেলো বিষন্ন মনে। তাই স্বাভাবিক ভাবে প্রশ্ন আসতেই পারে অবসরের সিন্ধান্তটা কি কোনো চাপ থেকে নাকি অভিমান থেকে? তবে এই প্রশ্নের স্পষ্ট জবাব সাকিবের। তার মতে নতুনদের সুযোগ দিতেই তার এই সিন্ধান্ত। পঞ্চপান্ডব খ্যাত ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই সব ফরম্যাট খেলছিলেন। এবার বেজে গেলও তারও বিদায়ের সুর। কানপুর টেস্টের আগপর্যন্ত বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৭টি ওয়ানডে ও ১২৯টি টি-২০ খেলেছেন এই অলরাউন্ডার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ