ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার

প্রস্তুত কানপুরে পিচ;রয়েছে ধীর গতি, বৃষ্টি এবং নিরাপত্তা হুমকি

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৭:২৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৭:২৬:২০ অপরাহ্ন
প্রস্তুত কানপুরে পিচ;রয়েছে ধীর গতি, বৃষ্টি এবং নিরাপত্তা হুমকি
স্পোর্টস ডেস্ক
কানপুর টেস্টে কেমন উইকেট পাবে দুই দল? সবার মুখেই ঘুরছে একই প্রশ্ন। স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা, দায়িত্বে থাকবে এক হাজার পুলিশ। ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রবল। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের কালো মাটির পিচে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। চেন্নাইয়ের লাল মাটির বাইশ গজের মত এখানে বাউন্স চোখে পড়বে না। বল পিচে পড়ার পর খানিক মন্থর হয়ে ব্যাটে আসবে। পিচ কিউরেটর অবশ্য আশ্বস্ত করছেন, সকলের জন্যই কিছু না কিছু সুবিধা থাকবে। ‘সবার জন্য পিচে কিছু না কিছু থাকবে। প্রথম দুই সেশনে বাউন্স থাকবে। প্রথম দু’দিন ব্যাটিং সহায়ক উইকেট হবে। শেষ তিনদিন স্পিনাররা সুবিধা পাবে।’-বলেছেন গ্রিন পার্ক স্টেডিয়ামের কিউরেটর শিব কুমার। গ্রাউন্ডস্টাফ সদস্য ৬৫ বছর বয়সী জগ্গু গর্ব করে বললেন, ‘আমি গত ৪১ বছর ধরে এখানে পিচ তৈরি করছি। স্পিনাররা তৃতীয় দিন থেকে অ্যাকশনে থাকবে।’ আজ থেকে  কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা দ্বিতীয় টেস্ট ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস চিন্তায় রাখছে ক্রিকেটপ্রেমীদের। আজ, আগমীকাল ও রোববার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কানপুরে। যা বাধা সৃষ্টি করতে পারে ম্যাচে। পরবর্তী দু’দিন বৃষ্টি কমলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হিন্দুদের উপর বাংলাদেশে হামলার প্রতিবাদেই কানপুর টেস্ট বাতিলের দাবি জানায় হিন্দু মহাসভা। খেলা হলে তারা প্রতিহত করারও ঘোষণা দেয়। তবে সূচি অনুযায়ী কানপুরেই হতে যাচ্ছে ম্যাচ। এবং খেলা নির্বিঘ্নে আয়োজন করতে উত্তরপ্রদেশ প্রশাসন বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে। দুই দলকেই সমান নিরাপত্তা বলয়ের ভেতর রাখা হবে। চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জেতে ভারত। কিন্তু কানপুরে লড়াই তুলনায় একটু কঠিন হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ