ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন ব্যতিক্রম থাকতেই পারে

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:২৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১২:২৩:৫৯ পূর্বাহ্ন
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন ব্যতিক্রম থাকতেই পারে মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেনস্বাধীনভাবেই দেশের মানুষের কাছে সমস্ত খবরাখবর পৌঁছে দিচ্ছেন এবং এর মাধ্যমে গণমাধ্যমের যে উন্নয়ন সেটাও তারা পালন করছেনতবে দুয়েকটা ব্যতিক্রম থাকতেই পারেগতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকাশীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
মো. নিজামুল হক নাসিম বলেনকেউ কেউ বলেন, আমাদের দেশের সাংবাদিকরা সরকার কর্তৃক নিষ্পেষিত হয়, আমি এর সঙ্গে একমত নইসাংবাদিকরা যদি কোনও ভুল করেন, সেখানে বিচার আছে, বিচার হতে পারেবিচারে দোষী হলে শাস্তি হবে, সেটা ভিন্ন কথাআর আমাদের আইনে যদি বলে, জামিন দেওয়া যাবে নাএটা কোনও কথা নয়, এটা (জামিন দেওয়া) হলো জজ সাহেবের অধিকারতিনি জামিন দিতেও পারে, নাও পারেনআইনের এই অথোরিটির ব্যাপার জানতে হবে, বুঝতে হবে
সাংবাদিকদের উদ্দেশে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সত্য বলতে হবে, লিখতে হবেতবে সেই সত্য যেন দেশপ্রেমে সত্য হয়সেই সত্যের মাধ্যমে দেশের যেন কোনও ক্ষতি না হয়, এটা আমাদের মনে রাখতে হবেআপনি যা দেখবেন, তাই লিখতে পারেন নাযদি না দেখা যায়, তা লিখলে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবেস্বাধীনভাবে লেখার অধিকার সাংবাদিকদের থাকতে হবে এবং সাংবাদিকরাই সিদ্ধান্ত নেবেন, সেটি কীভাবে প্রকাশ করবেনআর প্রকাশের সময় যদি দেশের ক্ষতিকর কিছু প্রকাশ হয়, সেটার জন্য তো আইন রয়েছেকিন্তু মানুষের অধিকারে হাত দেওয়া, মানুষের কথা বলতে পারার অধিকারকে বন্ধ করা, এটি কখনোই গ্রহণযোগ্য নয় এবং হতে পারে না
তিনি আরও বলেন, আমরা চাই, সাংবাদিক, সম্পাদক এবং মালিক এই তিনটা পক্ষ মিলেই এ দেশের সাংবাদিকতার উন্নয়নে কাজ করবেসাংবাদিকরা যেনে ডেভেলপ করতে পারেন, দেশের, দশের ও মানুষের জন্য কাজ করতে পারেনসেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে
প্রেস কাউন্সিলের আইনে যতটুকু ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা যদি সাংবাদিকদের উন্নয়নে প্রয়োগ করতে হয়, তাহলে তা প্রয়োগে কাউন্সিল পিছপা হবে না বলেও উল্লেখ করেন তিনি
বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মাহবুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যপক সৈয়দা নিলুফার নাসরিন

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ