ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে

বাড়ি লিখে না দিলে বাবা-মাকে হত্যার হুমকি আদালতে মামলা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ১২:২৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ১২:২৭:০২ পূর্বাহ্ন
বাড়ি লিখে না দিলে বাবা-মাকে হত্যার হুমকি আদালতে মামলা
রাজধানীর পল্টন এলাকায় এবার জন্মদাতা মা-বাবাকে হত্যার হুমকি দিয়েছে তাদেরই গর্ভের সন্তান মেয়ে ডা. হাসিনা আক্তার বেগ। এ ব্যাপারে বাবা মো. আব্দুর রব বাদী হয়ে পল্টন থানায় নিজেদের নিরাপত্তা চেয়ে একটি ডায়েরি করেছেন। এছাড়াও আদালতে তিনি একটি মামলা করেছেন। মামলার আসামি করা হয়েছে হাসিনা আক্তার বেগ ও তার স্বামী-সাদিউল ইসলাম খানকে। মামলা ও ডায়েরি সূত্রে জানা যায়, আব্দুর রব বেগ বৃদ্ধ ও শরীরিকভাবে খুবই অসুস্থ। তিনি স্ত্রী ও অন্যান্য সন্তানদের নিয়ে ৬৬/বি, শান্তিনগর পল্টন থানা এলাকায় স্বপরিবারের বসবাস করেন। কিন্তু তার বড় মেয়ে হাসিনা আক্তার বেগ ও তার স্বামী সাদিউল ইসলাম মিলে বাবার বেশির ভাগ সম্পত্তি দাবি করেন। বাবার সম্পত্তি ভাগ ভাটোয়ার আগেই হাসিনা সম্পত্তি তাদের বাড়ির মালিকানা দাবি করে প্রতিনিয়ত বাবা-মাকে হত্যা ও  খুনের হুমকি দিয়ে আসছেন। ডা. হাসিনা আক্তার বেগ ভাটারা থানাধীন ফরাজী ডায়াগানস্টিক এন্ড হাসপাতাল লি.-এর একজন ওরাল এন্ড ডেন্টাল সার্জন। তিনি ৬৬/বি শান্তিনগর ৫ম তলার ফ্ল্যাটটি হেবা সূত্রে মালিক। যাহার দলিল নং-১৮৮২। হাসিনা আক্তার বেগ সে ২০১৬ উক্ত ফ্ল্যাটটি বিক্রি করে দেন।
বাদী আব্দুর রব বেগ জানান, তার মেয়ে ডা. হাসিনা আক্তার হেবাকৃত ফ্ল্যাটটি বিক্রি করার সময় তাদের কাছে থেকে ২টি দলিল জোরপূর্বক নিয়ে যায়। তার প্রয়োজনে দলিল ২টি ফেরৎ চাইলে সাদিউল দম্পত্তি তা ফেরৎ না দিয়ে উল্টো বাবা-মাকে হত্যার হুমকি দেন। এরপরই বাবা আব্দুর রব বেগ আইনে আশ্রয় নেন। তিনি আরো জানান, বাড়ির ঐ ২টি দলিল আটকে রেখে সাদিউল সম্পত্তি তার নিকট ১ লাখ টাকা দাবি করেন। শুধু তাই নয় তারা ঐ দলিল দিয়ে সাদিউল দম্পত্তির নামে পুরো বাড়ি জাল জালিয়াতি করে লিখে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়ায় হুমকি দিয়ে আসছেন। আর এ কারণেই আব্দুর রব বেগ ৯৮ ধারায় দলিল উদ্ধারের জন্য আদালতে শরণাপন্ন হন।
নিরুপায় বৃদ্ধ আব্দুর রব বেগ কান্নাজড়িত কন্ঠে জানান, মেয়ের স্বপ্ন পূরণের জন্য তিনি জীবনের সব কিছু উজার করে দিয়েছেন। আজ সেই সন্তানই তাকে বাড়ি ছাড়া করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে আসছেন। তিনি এ ব্যাপারে প্রশাসকের কাছে আইনী সহায়তা চান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স