ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

ইউনাইট গ্রুপের জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন
ইউনাইট গ্রুপের জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন
স্বৈরাচার সরকারের সর্বোচ্চ শক্তির অপব্যবহার করে ইউনাইট গ্রুপের জালিয়াতি ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এমএমএ কাদের। গতকাল শনিবার ভাটারা থানাধীন মাদানী এভিনিউ (১০০) নেপচুন সিটি প্রকল্পে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই দাবী জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৪ সালে ইউনাইটেড গ্রুপের নেপচুন সিটির সাতরকুল মৌজার ১০৩, ১০৬ ও ১১১ নম্বর রোডের ৪১, ৩৯, ১২  নম্বর প্লটে দুই বিঘা এবং কাঠালদিয়া মৌজার ১০৩ ও ১০৮ নম্বর রোডের ৫১ নম্বর প্লটে এক বিঘা জমি ক্রয় করেন। কর্তৃপক্ষ প্রথমে তাদের প্লট বুছিয়ে দেয়। এরপর দলিল করে দেয়ার পর থেকে তিনি ওই জমিতে বিলাসবহুল ভবন (নির্মানাধীন) ও ব্যবসা প্রতিষ্ঠান করে ভোগ দখল করে আসছেন। নিয়মিতভাবে জমির খাজনা ও অন্যান্য খরচ বহন করে আসছেন। চারতলা ভবনের কাজ কিন্তু জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় ১৬ বছর পর ২০২০ সালের ৪ অক্টোবর হঠাৎ করে ইউনাইটেড গ্রুপ তার ৫১ নম্বর প্লটে থাকা সকল স্থাপনা সরিয়ে ফেলতে বলে। কিন্তু তাতে রাজি হননি এমএমএ কাদের। ওই মাসের ১১ তারিখ কাউকে কিছু না বলে বুলডুজার দিয়ে সমস্ত স্থাপনা গুড়িয়ে দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ। অপর প্লটে ১২ বছর আগে ভবন নির্মাণের কাজ শুরু করলেও আংশিক জমির নামজারি না করে দেয়ায় ভবনের কাজ শেষ করতে পারছেন না। এই ব্যপারে আদালতে মামলা করা হলে সাবেক স্বৈরাচার সরকারের উচ্চ পর্যায়ের নেতা, পিবিআই’র সাবেক প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে হুমকি দিতে থাকে। এমনকি শীর্ষ সন্ত্রাসী জিসানের নাম ব্যবহার করে পরিবারের সদস্যসহ কাদেরকে হত্যা করে ওই জমির মাটিতে পুতে ফেলার হুমকি দিতে থাকে। এতে ভয়ে এমএম এ কাদেরের দুই ছেলে বিদেশ পালিয়ে যেতে বাধ্য হন। বিচারের আশায় আব্দুল কাদের সরকারের বিভিন্ন সংস্থার দ্বারেদ্বারে ঘুরলেও কোন লাভ হয়নি। তিনি বলেন, শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ইউনাইটেড গ্রুপ বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিলো না। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টামণ্ডলীর কর্মকাণ্ড দেখে অনেকের মত আমিও ন্যায় বিচার পাওয়ার আশায় বুক বেধেছি। তারা পুরো ঘটনাটি তদন্ত করে ন্যায় বিচারের ব্যবস্থা করবেন এটা আমাদের কাম্য।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স