ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

সাঁথিয়ায় আগুনে পুড়ল কৃষকের বসতঘর ও গরু-ছাগল

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৪:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৪:৫০:১৮ অপরাহ্ন
সাঁথিয়ায় আগুনে পুড়ল কৃষকের বসতঘর ও গরু-ছাগল সাঁথিয়ায় আগুনে পুড়ল কৃষকের বসতঘর ও গরু-ছাগল
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
গৌরীগ্রাম ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ৮টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছেএ সময় একটি গরু ও দুইটি ছাগল পুড়ে মারা যায়আগুনে পেঁয়াজ, ধান, গম, আসবাবপত্র, টিভি, ফ্রিজ ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকদের দাবীগত বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বালিয়াকান্দি গ্রামে মৃত এসকেন মোল্লার ছেলে মোয়াজ্জেল হোসেন, মোতালেব হোসেন, আজিজুল হক ও আনছার আলীর ছেলে আবদুল হাদির বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেকয়েক ঘন্টাব্যপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষণে পুড়ে সব শেষ হয়ে যায়বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস ও  এলাকাবাসীর ধারণা
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই গ্রামের মোয়াজ্জেল হোসেনের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়তাঁর গোয়ালঘরে গরুর গোসল করানোর মোটর (পানির পাম্প) ও ফ্যান ছিলগোয়ালঘরে হঠাৎ আগুন দেখে বাড়ির লোকজন স্থানীয়দের ডাকাডাকি করেন ও সাঁথিয়া ফায়ার সার্ভিসকে খবর দেনমুহুর্তে আগুনের লেলিহান শিখা মোয়াজ্জেল হোসেন ও তার ভাই মোতালেব হোসেন ও আজিজুল হকের বসতঘর, গোয়ালঘর, রান্নাঘরে এবং প্রতিবেশি আনছার আলীর ছেলে আবদুল হাদির বসতঘরে ছড়িয়ে পড়েএলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে পুড়ে মোয়াজ্জেল হোসেন, মোতালেব হোসেন, আজিজুল হক,আব্দুল হাদির বসতঘর ও গোয়ালঘরসহ ৮টি ঘর পুড়ে যায়
এ সময় মোয়াজ্জেল হোসেনের জমি বিক্রির নগদ প্রায় ৩লাখ টাকা এবং মোতালেব হোসেনের একটি গরু ও দুইটি ছাগল পুড়ে মারা যায়আগুনে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানানক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছেনএ ছাড়া পৃথক অগ্নিকাণ্ডে ওই দিন সকাল ৮টার দিকে একই গ্রামের মৃত আজগার আলী মোল্লার ছেলে আবু তালেবের বাড়িতে ছাইয়ের স্তুপ থেকে আগুনে রান্না ও খাবার ঘর পুড়ে যায় বলে এলাকাবাসী জানানক্ষতিগ্রস্ত মোয়াজ্জেল হোসেন বলেন, আমি ঋণ পরিশোধ করার জন্য জমি বিক্রি করে প্রায় ৩লাখ টাকা ঘরে রেখে ছিলামকিন্তু আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেল! পড়নের কাপড় ছাড়া আর কিছুই রইলোনাকৃষক মোতালেব হোসেন জানান, অনেক কষ্ট করে পেঁয়াজের আবাদ করেছিলাম সব পুড়ে গেলআগুনে পুড়ে আমার সব শেষ হয়ে পথে বসে গেলামবসবাসের ঘরটাও রইলোনাকিভাবে সংসার চালাবো আর সন্তানদের মুখে খাবার তুলে দেব সে চিন্তায় এখন দিশেহারা
সাঁথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছেতদন্ত করে অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষতির পরিমান জানা যাবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য