ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

আবারও ব্যর্থ হলেন সাকিব

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১০:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১০:০৮:৫৭ অপরাহ্ন
আবারও ব্যর্থ হলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
ব্যাট কিংবা বল; কোনোটিতেই আলো ছড়াতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ফলে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছে তার দল লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে। ডালাসে সাকিবদের বিপক্ষে ১৯ রানের রোমাঞ্চকর জয় পেল সুরেশ রায়নার নিউইয়র্ক লায়ন্স। বোলিংয়ে কেবল ১ ওভার করা সাকিব রান দিয়েছেন ১৮। এরপর ব্যাট হাতে তিন নম্বরে নেমে ১৬ বল খেলে করেন ১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচে সাকিবের নিজের সেরাটা দেখাতে পারেননি। ফলে হেরেছে তার দলও। বোলিংয়ের পর ব্যাট হাতেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক। সাকিব আল হাসান নিজের প্রথম ওভার করতে এসে খরচ করেন ১৮ রান। রায়না আর থারাঙ্গা মিলে সাকিবকে হাঁকান ২ ছয় ও ১ চার। এরপর অবশ্য অধিনায়ক সাকিব আর বোলিংয়েই আসেননি। বোলিং ইকোনমির হিসাবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন সাকিবই। ১০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে নিউইয়র্ক লায়ন্স স্কোরবোর্ডে জমা করে ১২৬। ওপেনার উপুল থারাঙ্গা ২৩ বলে করেন ৪০ রান। অধিনায়ক সুরেশ রায়না খেলেন ৫৩ রানের হার-না-মানা ইনিংস। ৩ ছক্কা ও ৬ চারে ২৮ বলে রায়নার রান ৫৩। তার সঙ্গে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন বেন কাটিং। ১২৭ রানের বড় টার্গেট টপকাতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ইনিংসের প্রথম বলেই উইকেট হারান ওপেনার স্টিফেন এস্কিনাজি। দ্বিতীয় বলে তাই ক্রিজে আসতে হয় সাকিব আল হাসানকে। তিনে নামা সাকিবও অবশ্য সুবিধা করতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে তাব্রাইজ শামসির বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে সাকিবের রান ১৬ বলে ১৩। এই ইনিংসে সাকিব বাউন্ডারি মারেন ৩টি। সাকিব দ্রুত ফিরে গেলেও অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের ব্যাটে আশা দেখে লস অ্যাঞ্জেলেস। তবে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার আগেই তারা হারান উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ