ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৫:২২ অপরাহ্ন
সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা

নীলফামারী প্রতিনিধি
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের এক্সরে মেশিন প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বিকল হয়ে রয়েছেএতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরাঅনেকে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরে করাচ্ছেনহাসপাতাল সূত্র জানায়, গত ১৬ এপ্রিল হঠাৎ করে এক্সরে মেশিনটি অচল হয়ে যায়সেই থেকে হাসপাতালে আসা রোগীরা এ সংক্রান্ত সেবা নিতে পারছেন নাভৌগোলিক কারণে হাসপাতালটি এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণএখানে দিনাজপুরের চিরিরবন্দর ও রংপুরের তারাগঞ্জ থেকেও রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। 
সরেজমিন দেখা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ এক্সরে কক্ষের সামনে বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছেএতে বলা হয়েছে, মেশিন নষ্ট থাকায় সেবাদান সাময়িকভাবে বন্ধ রয়েছেবিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা কক্ষের সামনে এসে ফিরে যাচ্ছেনযাদের এক্সরে প্রয়োজন তারা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেনসৈয়দপুর শহরের রসুলপুরের রোগী জাফর আলী (৫৮) বলেন, ডাক্তার এক্সরে করার জন্য বলেছেনএই হাসপাতালে চারদিন এসে ঘুরে গেছি, এক্সরে মেশিন নষ্ট থাকার কারণেআমার মতো অনেকে দুর্ভোগে পড়েছেন। 
দিনাজপুরের চিরিরবন্দর থেকে আসা রোগী সাহেদা খাতুন (৬০) জানান, গ্রামীণ সড়কে দুর্ঘটনায় পড়ে পায়ে আঘাত পেয়েছিকিন্তু মেশিন নষ্টের কারণে এক্সরে করাতে পারছি না।   নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম এরই মধ্যে হাসপাতালটি পরিদর্শন করেছেনতিনি বলেন, ডাক্তার সংকটসহ অন্যান্য সমস্যা সম্পর্কে অবহিত হয়েছিদ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবেএ ছাড়া মোটরসাইকেল নিয়ে র‌্যাম সিঁড়ি বেয়ে চার তলায় মোটরসাইকেল উঠাতে হাসপাতাল কর্তৃপক্ষকে নজর দিতে বলেছিএ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, এক্সরে মেশিনের ইউপিএস নষ্টএর আগেও বেশ কয়েকবার মেশিনটি নষ্ট হয়েছেযে কোম্পানি থেকে মেশিনটি দেওয়া হয়েছে তাদের নতুন মেশিন দিতে বলা হয়েছেবিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছেআশা করা যাচ্ছে দ্রুততম সময়ে সমস্যার সমাধান হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য