ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

সুন্দরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ॥ ২০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৭:০২ অপরাহ্ন
সুন্দরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ॥ ২০  হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা সুন্দরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ॥ ২০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে আ. মতিন সরকার
সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তিস্তা খালের চৌধুরী খেয়া ঘাটে নির্মিত ২০০ ফুট দীর্ঘ নরবরে কাঠের সেতুটি আট গ্রামের ২০ হাজার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে পারাপারের একমাত্র অবলম্বন হলেও দেখার যেন কেউ নেই। 
সরেজমিনে  দেখা গেছে, উক্ত ইউনিয়নের কিশামত সদর মৌজার পূর্ব দিকে কিশামত সদর, বেলকা নবাবগঞ্জ, পঞ্চানন্দ, জিগাবাড়ী, তালুক বেলকা, গাছবাড়ী, রামডাকুয়া ও বেকরীর চর গ্রামআর এসকল গ্রামের বসতি রয়েছে প্রায় ২০ হাজারস্কুল ও কলেজে পড়া শিক্ষার্থী রয়েছে শত শতএসকল মানুষ ও শিক্ষার্থীদের পারাপারের একমাত্র ভরসা ওই নরবরে ঝুঁকিপূর্ণ কাঠের সেতুপ্রতিনিয়ত তারা জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারি দিয়ে প্রয়োজনের তাগিতে চলাচল করছেন উপজেলার বিভিন্ন এলাকাসহ বিভাগীয় শহর রংপুর অঞ্চলেশিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচলের একমাত্র রাস্তার মধ্যে অবস্থিত সেতুটি পারি দিয়ে সেতু পশ্চিম এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসায় লেখা করছেএতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনানরবরে সেতুর কারণে চিকিৎসা সেবা দেয়ার মতো বা নেয়ার মতো তাৎক্ষণিক কোনো উপায় নেইঅগ্নিকাণ্ডের ন্যয় ঘটনা ঘটলে যেতে পারছেন না দমকল বাহিনীএদিকে বর্ষাকালে ওই আট গ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গ্রামে বসবাসরতদের দুর্বিষহ জীবন পাড়ি দিতে হয়বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল্লাহ জানান, কাঠের সেতুটি তিনি প্রতিবছর সংস্কার করে দিলেও স্থায়ীভাবে ব্রিজ নির্মাণের কোনো লক্ষণ দেখছি নাওই স্থানে স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ ও আবেদন- নিবেদন করেও কোনো লাভ হচ্ছে নামানুষজন ও শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই সেতুটি পাড়ি দিয়ে তাদের প্রয়োজন মেটাচ্ছেনস্থায়ীভাবে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানাচ্ছিউপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ বলেন, এসকেএস এনজিও ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য কথা দিয়েছেঅপেক্ষা করি তারা ব্রিজটি নির্মাণ করে কি নাউপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বেলকা ইউপি চেয়ারম্যান ব্রিজনির্মাণের জন্য একটি আবেদনপত্র তার কাছে দিয়েছিলতিনি এসকেএস এনজিওকে বিষয়টি দেখার জন্য মার্ক করে দিয়েছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ