ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

‘জোকার ২’ দেখে হতাশ দর্শক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১০:৫৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১০:৫৭:০১ অপরাহ্ন
‘জোকার ২’ দেখে হতাশ দর্শক
বিনোদন ডেস্ক
আশা জাগিয়েছিলে আকাশ সমান, তবে আকাশ ছুঁতে পারেনি জোকার। বলতে গেলে অনেকটাই হতাশ করেছে বহুল প্রত্যাশিত এই হলিউড সিক্যুয়েলটি। গত শুক্রবার মুক্তি পেয়েছে মার্কিন নির্মাতা টড ফিলিপস পরিচালিত ‘জোকার : ফোলি আ ডিউক্স’। ২০১৯ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা ‘জোকার’। পাঁচ বছর আগের সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘জোকার : ফোলি আ ডিউক্স’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল আকাশচুম্বী। প্রথম কিস্তি বিশ্বব্যাপী অভাবনীয় যে সাড়া ফেলেছিল। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি জিতেছে একের পর এক পুরস্কার। ভেনিস উৎসবে সেরা সিনেমা এবং ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডে হোয়াকিন ফিনিক্স পেয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার। সে কারণেই দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের আগ্রহ ছিল অটুট। কিন্তু এবার সমালোচনাই জুটছে বেশি। গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশন পেয়েছিল সিনেমাটি। সবাই ভেবেছিলেন হলে মুক্তি পেলে আগের কিস্তির মতো দর্শকের সাড়াও পাবে অনেক। সেটা হলো না। রটেন টমেটোতে সিনেমাটি মাত্র ৩৩ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে। আর দর্শকের ভোট মিলেছে ৩১ শতাংশ। অনেকেই বলছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ। ইন্ডিওয়্যার এর প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে আছে লাভ স্টোরি, প্রিজন ড্রামা, কোর্টরুমের যুদ্ধ। কিন্তু সব থাকার পরও যেন কোথায় থেকে গেছে কমতি। মন ভরেনি দর্শকের। মতপার্থক্যও আছে। শেষদিকে গল্পে অপ্রত্যাশিত মোড় নেয়। সমাপ্তি দেখে অনেকে অবাকও হয়েছেন। সিনেমার পক্ষে থাকা দর্শক মনে করছে, ইচ্ছাকৃতভাবেই সমাপ্তিটা এমন করা হয়েছে। যেন দর্শক বিভক্ত হয় এবং আরো বেশি আলোচনা তৈরি হয়। ‘জোকার : ফোলি আ ডিউক্স’-এ হোয়াকিন ফিনিক্সের সঙ্গে আরো আছেন লেডি গাগা, ব্রেন্ডন গ্লিসন, ক্যাথরিন কিনার, জাজি বিটজ প্রমুখ। ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি ওপেনিং উহকে আয় করেছে ১২১ মিলিয়ন মার্কিন ডলার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য