ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
এইচএসসি পাস

ভুয়া চিকিৎসকের হাতে প্রসূতির মৃত্যু, আটক ৩

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০২:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০২:১০:০৪ অপরাহ্ন
ভুয়া চিকিৎসকের হাতে প্রসূতির মৃত্যু, আটক ৩
ঢাকার সাভারের আশুলিয়ায় এইচএসসি পাস ভুয়া ডাক্তারের হাতে অপারেশনের সময় পারভিন আক্তার (৩৬) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া কলাবাগান এলাকার নিউ পপুলার হসপিটাল থেকে তাদের আটক করা হয়। এ দিন দুপুরে হাসপাতালে অস্ত্রোপচারের পর ওই প্রসূতি মারা যান। অস্ত্রোপচার করা আটক ভুয়া চিকিৎসকের নাম রাজু আহম্মেদ। আটক অপর দুইজন হলেন- হাসপাতালটির পরিচালক জহুরা বেগম ও ম্যানেজার সিরাজুল ইসলাম। নিহত পারভিন আক্তার রাজবাড়ি জেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও চার সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ভুয়া চিকিৎসক রাজু আহম্মেদ এসএসসি পাসের পর আর লেখাপড়া করেননি। তিনি অন্যের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডা. আতিকুর রহমান সেজে চিকিৎসা করতেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।
গতকাল সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। এ ব্যাপারে ভুয়া চিকিৎসক রাজু আহমেদ ওরফে আতিকুর রহমান বলেন, ডাক্তার না হলেও আমি অনেক অভিজ্ঞ। এই হাসপাতালেই কমপক্ষে ৬০/৭০টি অপারেশন করেছি। এই রোগীর ক্ষেত্রে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। তার পেটে অপারেশনের আগে রক্তক্ষরণ শুরু হয়। এ কারণে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এখানে আমার কোনো ভুল ছিল না। পুলিশ জানায়, ডাক্তার আতিকুর রহমান সেজে চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রোগীর অপারেশন করতেন রাজু আহম্মেদ। এমবিবিএস তো দূরের কথা এইচএসসি পাসের পর আর পড়ালেখা করেননি রাজু। পারভীন আক্তার নামের এক প্রসূতি অপারেশন করছিলেন ভুয়া ডাক্তার রাজু। এ সময় তার মৃত্যু হয়। সন্দেহ হলে ভুয়া ডাক্তারসহ তিনজনকে আটক করে থানায় খবর দেন স্বজনরা। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক ভুয়া বলে স্বীকার করেছেন। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ