ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির
এজলাস ছাড়েন বিচারক

মান্নানের জামিন শুনানিতে হট্টগোল

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ০৩:৪৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ০৩:৪৫:৫৬ অপরাহ্ন
মান্নানের জামিন শুনানিতে হট্টগোল
সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জামিন দিয়েছেন সুনামগঞ্জের এক আদালত।
বার্ধক্য ও শারীরিক অবস্থা বিবেচনা করে ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েদ উদ্দিন।
মান্নানের আইনজীবী আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মান্নান বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত।
গতকাল (মঙ্গলবার) আমরা জামিন আবেদন করেছিলাম এবং আজ (বুধবার) আদালত তার স্বাস্থ্যের অবস্থা দেখে জামিন মঞ্জুর করেছেন, যোগ করেন তিনি।
এর আগে, সকালে জামিন শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। এ হট্টগোলের ভেতরেই বিচারক এজলাস ছেড়ে চলে যান।
সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। মুলতবি জামিন শুনানি দুপুর আড়াইটার সময় হওয়ার কথা আছে। তবে আদালতচত্ত্বরে এখনো অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বাদীপক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, বিচারক এজলাসে আসার পর দুপক্ষের হট্টগোল শুরু হয়। আমরা বলেছি যে এই জামিন শুনানি আদালতের বিধিমোতাবেক হয়নি। তাকে (এম এ মান্নান) অস্বাভাবিকভাবে আনা হয়েছে। তাই আমরা আজ শুনানি চাই না। কিন্তু আসামিপক্ষ আজই শুনানির জন্য তোড়জোড় করার পর হট্টগোল শুরু হলে বিচারক এজলাস ছেড়ে চলে যান।
শেরেনুর আলী আরও বলেন, আদালতের সরকারি কৌসুলিরা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ভূমিকা না রেখে আসামিপক্ষে থেকেছেন। আগে নিম্ন আদালতেও তারা আসামিপক্ষের শুনানিতে অংশ নেন।
আসামিপক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে মামলার অ্যাডমিশন হয়ে আজকে শুনানির জন্য তারিখ দেওয়া হয়। এভাবে এই আদালতে এর আগে বহুবার হয়েছে। এ নিয়ে হট্টগোলের কোন কারণ ছিল না।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় একজন আহতের ভাই বাদী হয়ে ২ সেপ্টেম্বর এম এ মান্নানসহ ৯৮ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এমএ মান্নানকে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ৮ অক্টোবর পর্যন্ত নিম্নআদালতে তিনবার তার জামিন নামঞ্জুর করা হয়েছে।
এর মধ্যে গুরুতর অসুস্থ্ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে নিয়ে আসা হয়।
এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার উন্নত চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরেই মেডিকেলের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান শিশির রঞ্জন চক্রবর্তীকে সভাপতি করে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য