ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

অবসর ঘোষণা করলেন টেনিস কিংবদন্তি নাদাল

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৩৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:৩৭:২৫ পূর্বাহ্ন
অবসর ঘোষণা করলেন টেনিস কিংবদন্তি নাদাল
স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল অবসর ঘোষণা করেছেন। ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা চলতি মৌসুমের শেষেই র‌্যাকেট তুলে রাখবেন তিনি। গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসর নেওয়ার বিষয়টি জানান তিনি। আগামী মাসে মালাগায় অনুষ্ঠিত হবে ডেভিস কাপ ফাইনালস। সেখানে স্পেনের হয়ে শেষবারের মতো অংশ নিবেন নাদাল। আর সেটাই হবে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। ডেভিস কাপ খেলেই টেনিসকে বিদায় বলবেন। মূলত ইনজুরির কারণে ৩৮ বছর বয়সী এই তারকা গেল দুই মৌসুমে কমই খেলতে পেরেছেন। বয়স হওয়ার পাশাপাশি ইনজুরিতে তাকে বেশ ভোগাচ্ছে। তাইতো র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অবসর ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় নাদাল বলেন, ‘আমি এখানে এসেছি আপনাদের জানাতে যে, পেশাদার টেনিস থেকে অবসরে যাচ্ছি। বাস্তবতা হলো গেল কয়েকটি বছর আমার জন্য বেশ কষ্টকর ও কঠিন ছিল। বিশেষ করে গেল দুটি বছর। আমার মনে হয় সীমাবদ্ধতাহীনভাবে আমার পক্ষে আর খেলা সম্ভব নয়।’ টেনিসের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে সফল পুরুষ খেলোয়াড় হিসেবে অবসরে যাচ্ছেন নাদাল। তার সামনে আছেন কেবল তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ। ক্লে কোর্টের রাজা নাদাল ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন রেকর্ড ১৪ বার। রোঁলাগাঁরোতে ১১৬ ম্যাচ খেলে ১১২টিতেই জিতেছিলেন তিনি। একটা গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে তার চেয়ে বেশি শিরোপা ও ম্যাচ কেউ জিতেনি কখনো। চারবার তিনি জিতেছেন ইউএস ওপেনের শিরোপা। দুইবার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়নশিপের শিরোপা। এছাড়া অলিম্পিক গেমসের একক ও দ্বৈতে স্বর্ণ জিতেছিলেন তিনি। সবশেষ ২০১৯ সালে স্পেনকে ডেভিস কাপে শিরোপা জিতিয়েছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য