ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

অনুরাগীদের সুখবর দিলেন কাঞ্চন

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৩৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:৩৮:৩৭ পূর্বাহ্ন
অনুরাগীদের সুখবর দিলেন কাঞ্চন
বিনোদন ডেস্ক
টলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুকাভিনেতা কাঞ্চন মল্লিক। ছোট পর্দা থেকে বড় পর্দায় তিনি দাপিয়ে কাজ করেছেন। এবার টলিউডের গন্ডি ছাড়িয়ে বলিউডের আসন্ন একটি সিনেমায় দেখা যাবে তাকে। আর দুর্গাপূজার পঞ্চমীর দিনিই অনুরাগীদের সেই সুখবর দিলেন অভিনেতা।  আসন্ন হরর-কমেডি চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’-এ দেখা যাবে কাঞ্চনকে। আর এই সুখবর দিয়ে দুটো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন কাঞ্চন মল্লিক। অভিনেতা লেখেন, ‘আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক কিছু দিয়েছে। অনেক সম্মান, খ্যাতি দিয়েছে। কিন্তু আমি যখনই অন্য ইন্ডাস্ট্রিতে যাই প্রথম দিনের মতোই ভয় করে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখি বাংলা ইন্ডাস্ট্রির মতোই সেখানকার লোকজন আমায় গ্রহণ করে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমাকে মানুষের কাছের অভিনেতা, ঘরের অভিনেতা করে তোলার জন্য। আর আপনাদের কাছে কৃতজ্ঞ আমার মতো এমন একজন ক্ষুদ্র অভিনেতাকে এতদিন ধরে একই রকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমি এখনও আপনাদের থেকে আশীর্বাদ আর ভালোবাসা চাই।’ এরপর কাঞ্চন লেখেন, “আমি আপনাদের আশীর্বাদ চাই আমার পরের কাজ ‘ভুল ভুলাইয়া ৩’-এর জন্য। আগামী দীপাবলিতে মুক্তি পাবে ছবিটা। আমি ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার গোটা টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য, আমার সঙ্গে কাজ করার জন্য।” ভুল ভুলাইয়া বলিউডের অন্যতম জনপ্রিয় হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি। ২০০৭ সালে অক্ষয় কুমার-বিদ্যা বালান জুটিতে বক্স অফিসে বাজিমাত করে সিনেমাটি। এরপর ২০২৩ সালে আসে এর দ্বিতীয় কিস্তি ‘ভুল ভুলাইয়া ২’। যাতে অভিনয় করেন কার্তিক আরিয়ান, টাবু ও কিয়ারা আদভানি। এবার তৃতীয় কিস্তিতেও থাকছেন কার্তিক-কিয়ারা। সঙ্গে ফিরছেন বিদ্যা বালান। তাই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ