ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট
বিনোদন ডেস্ক
একটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেই অনুষ্ঠানে এ অভিনেত্রীকে ‘সুইটহার্ট’ বলে অভিহিত করেন দর্শকরা। অন্যদিকে আলিয়া বলেন, ‘এই প্রথম এবং এই শেষ আশা করছি।’ এ অনুষ্ঠানে আরও ছিলেন বেদাং রায়না ও রানা দাগ্গুবাতি। এ ছাড়া ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্লিপে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে অনুষ্ঠানে ‘ও আন্তাভা’ গাইতে শোনা যায়। মূল গানটি ছিল ২০২১ সালের ব্লক বাস্টার পুষ্প: দ্য রাইজ ছবির। যে গানটিতে সামান্থা রুথ প্রভু ও আল্লু অর্জুন পারফর্ম করেছিলেন। সেই জনপ্রিয় গানই এবার আলিয়া ভাট গেয়ে শোনালেন, আর তা শুনে পাশে বসে হাসতে দেখা যায় স্বয়ং সামান্থাকেও। আলিয়া ভাট গান শেষ করার পর সামান্থা তাকে জড়িয়ে ধরেন। তখন পেছন থেকে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। অনুষ্ঠানের উপস্থাপক আলিয়া ভাটকে ‘সুইটহার্ট’ বলে অভিহিত করেন। অন্যদিকে আলিয়া বলেন, ‘এই প্রথম এবং এই শেষ আশা করছি।’ এদিন অভিনেত্রী সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট। তিনি বলেন, 'প্রিয় সামান্থা, তুমি একজন হিরোইন, তা পর্দায় হোক বা তার আড়ালেই হোক। আমি তোমার প্রতিভা এবং এনার্জির খুব প্রশংসা করি। পুরুষশাসিত দুনিয়ায় একজন এভাবে রাজত্ব করা সহজ নয়। কিন্তু তুমি সেটাই করে দেখিয়েছ। তোমার প্রতিভা আছে এবং সেটিই কাউকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট’। এ অভিনেত্রী বলেন, অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার মাত্র ৬.৫ সেকেন্ডের মধ্যে আসতে রাজি হয়ে গিয়েছিলেন আলিয়া। ক্লিপে অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। ত্রিবিক্রম শ্রীনিবাসকে তার ছবিতে তাকে ও সামান্থাকে একসঙ্গে কাস্ট করতে বলেন আলিয়া ভাট। তার কথায়- ‘এখানে এই মঞ্চে, প্রচারের জন্য করছি না। আমি সত্যি বলতে চাইছি। ত্রিবিক্রম স্যার আমি মনে করি সামান্থা ও আমার একসঙ্গে আপনার পরিচালিত একটি ছবিতে কাজ করা উচিত। লোকে বলে যে, সাধারণত অভিনেত্রীরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এমন কোনো ব্যাপার নেই। তিনি বলেন,  আমি সত্যিই কৃতজ্ঞ যে আজ আমার ছবির পাশে দাঁড়ানোর জন্য এবং আমার ছবি নিয়ে এই সুন্দর কথা বলার জন্য। আমি এখানে একজন প্যান ইন্ডিয়ার সুপারস্টারকে পেয়েছি।’ উল্লেখ্য, আলিয়া ভাট বর্তমানে তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচারে ব্যস্ত। গত মঙ্গলবার একটি ইভেন্টের জন্য তিনি হায়দরাবাদ ভ্রমণ করেন। আর সেই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ