ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
ফরিদপুর

৩২ কিলোমিটার মহাসড়ক ভাঙ্গাচোরা জনগণ ভোগান্তিতে

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ০১:০৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ০১:০৯:২২ পূর্বাহ্ন
৩২ কিলোমিটার মহাসড়ক ভাঙ্গাচোরা জনগণ ভোগান্তিতে
ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরের দুই মহাসড়কের ৩২ কিলোমিটারের বিভিন্ন অংশ ভেঙ্গে খানা খন্দের সৃষ্টি হওয়ায় যান বাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন হরহামেশাই দুর্ঘটনায় পতিত হচ্ছে। আর ধীর গতির কারণে দুই থেকে তিনগুন সময় লাগছে। নানা প্রতিবন্ধকতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সড়ক দুটি দিয়ে যাতায়াতকারীদের। আর সড়ক বিভাগ বলছে বেশ কিছুদিন ধরে ঘন বৃষ্টির কারণে ছোট-বড় গর্তের সৃষ্টি হলেও বৃষ্টি অব্যাহত থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না।
এন-৭, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর থেকে ধুলদী রেলগেট পর্যন্ত ১০ কিলোমিটার এবং এন-৮, ফরিদপুর-বরিশাল মহাসড়কের, ফরিদপুর জেলার মুন্সীবাজার খেকে পুখুরিয়া পর্যন্ত ২২ কিলোমিটার, মোট ৩২ কিলোমিটার মহাসড়ক জুড়ে খানা খন্দের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের।
এন-৭ মহাসড়ক দিয়ে মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০টি জেলার হাজারো যানবাহন এন-৮ মহাসড়ক ধরে ভাঙ্গা গোলচত্বর হয়ে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু ব্যবহার করে রাজধানীতে যাতায়াত করে।
সরেজমিনে গেলে স্থানীয় এবং মহাসড়কে চলাচলকারীরা জানান, দুই মাসের অধিক সময় ধরেই প্রতিনিয়ত ভাঙ্গছে সড়কটি। কিন্তু প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দিনে দিনে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এরই মধ্যে ধীর গতিতে যানবাহন চলায়, সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীসহ ওই সড়ক ব্যবহারকারীরা। আর যানবাহন চালকরা বলছেন, সড়কের দুরাবস্থার কারণে প্রায়শ ঘটছে দূর্ঘটনা।
মহাসড়ক দুটি ব্যবহারকারীরা মনে করেন, অবিলম্বে সংস্কার না করা হলে এই সড়ক দুটির ওই অংশে চলাচলের অযোগ্য হয়ে পড়বে। তাই দ্রুত মহাসড়ক দুটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি তাদের। 
যদিও ফরিদপুর  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কটি কুয়াকাটা পর্যন্ত ফোর লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় এই মুহূর্তে বড় ধরনের কাজ করা সম্ভবব হচ্ছেনা। কিন্তু সাময়িকভাবে সংস্কার করার কাজ চলমান রয়েছে, যদিও অনবরত বৃষ্টি থাকায় বিলম্বিত হচ্ছে।
প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যানবাহনের পদ্মাসেতু এক্সপ্রেসওয়ে ব্যবহার করে রাজধানীর সাথে যোগাযোগ নির্বিঘ্ন করতে অবিলম্বে সড়ক দুটি সংস্কার করার জোড়ালো  দাবি ব্যবহারকারীদের। দীর্ঘদিন ধরে প্রায় শতকোটি টাকার কাজ চলমান রয়েছে। কিন্তু মানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে রাস্তার এ বেহাল দশা বলে ও মনে করেন তারা।
উল্লেখ্য, সড়ক বিভাগের  অন্যান্য প্রকৌশলীদের সাথে যোগাযোগ করলে প্রথম পর্যায়ে কথা-বার্তা বললে ও পরবর্তীতে রাস্তা নিয়ে কোন তথ্য চাওয়া হলে তাদের কোন সহযোগিতা পাওয়া যায় না বলে ও অভিযোগ রয়েছে একাধিক গণমাধ্যম কর্মীদের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য