ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন
দীপ্ত টিভির তামিম হত্যা

বিএনপি নেতা রবিকে ধরতে চলছে সাঁড়াশি অভিযান

  • আপলোড সময় : ১২-১০-২০২৪ ১১:২৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:২৭:১৯ অপরাহ্ন
বিএনপি নেতা রবিকে ধরতে চলছে সাঁড়াশি অভিযান
রাজধানীর হাতিরঝিলে দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম, যিনি তামিম নামে পরিচিত, হত্যার ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার ভোরে মো. রাসেল (২২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের সংখ্যা ছয় জনে পৌঁছেছে।
এর আগে গ্রেফতার হওয়া পাঁচজন হলেন- আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আযম জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয় এবং তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।
গত বৃহস্পতিবার সকালে হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্টের একটি আবাসিক ভবনে তামিমকে হত্যা করা হয়। এ ঘটনায় তামিমের পরিবার ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নিহতের বাবা সুলতান আহমেদ এই মামলার বাদী।
ওসি সাইফুল ইসলাম বলেছেন, মহানগর প্রজেক্টের ওই বাড়ির জমির মালিক তামিমের বাবাসহ মোট তিনজন। তাদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ওই বাড়িতে ঢোকেন ডেভেলপার কোম্পানির ‘প্লেজেন্ট প্রোপার্টিজ’ এর লোকজন। তাদের সঙ্গে বহিরাগত কয়েকজন ছিলেন। তারা ল্যান্ড ওনারদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন।
তর্কাতর্কির এক পর্যায়ে তারা তামিমের বুকে কিল-ঘুষি দেন। এরপর তার গলা টিপে ধরেন। তামিম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যান।
আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ফ্ল্যাট মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিকের ছেলেকে হত্যাকাণ্ড বলেও জানায় পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রুহুল কবির খান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত শেষে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামুন তার শ্বশুরের নামে ওই ভবনে একটি ফ্ল্যাট কিনেছেন।
এদিকে, রবির বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগে বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠি রবির কাছে পাঠানো হয়েছে। দলের এক শীর্ষ কর্মকর্তা জানান, রবিকে ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
রবির বিরুদ্ধে অভিযোগ হল জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মাধ্যমে পাঁচটি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও, তারা দুটি হস্তান্তর করেছে এবং বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করে দেন তিনি। ওই ফ্ল্যাটটি তারা অবৈধভাবে দখল করে রেখেছিল, যা নিয়ে গত তিন বছর ধরে দ্বন্দ্ব চলছিল।
তামিমের পরিবার এই হত্যার বিচার দাবি করে মানববন্ধন করেছে। তামিমের মা খুরশিদা বেগম বলেন, আমার বুকটা জ্বলতাছে। আমার ছেলে নিরীহ ছিল। কেন তাকে এভাবে মারা হলো?
বাবার বক্তব্য, আমরা কোনো খারাপ কাজ করিনি। আমাদের সন্তানকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স