ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। সবাই এক এবং অভিন্ন সত্তা

দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ে জুলাই-আগস্টের ‘শহীদ’র স্মরণ রাষ্ট্রপতির

  • আপলোড সময় : ১৩-১০-২০২৪ ১১:৪১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৪ ১১:৫২:৩২ অপরাহ্ন
দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ে জুলাই-আগস্টের ‘শহীদ’র স্মরণ রাষ্ট্রপতির রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার বঙ্গভবনে দরবার হলে শারদীয় দুর্গাৎসব ও বিজয়া দশমী ২০২৪ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা করেন
দেশে সংস্কারের মাধ্যমে ‘নতুন ধারা’ প্রবর্তনে কাজ করা তরুণদের সাফল্য কামনার পাশাপাশি জুলাই-অগাস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেছেন, আজকে নতুন করে আমাদের তরুণেরা তাদের জীবন উৎসর্গ করে যেভাবে এ দেশে একটি নতুন ধারা প্রবর্তনের চেষ্টা করছেন, তারা সাফল্য লাভ করুক, এই কামনা করি। সেই সঙ্গে এই জুলাই-অগাস্টে যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল রোববার সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বী ‘বিশিষ্ট ব্যক্তিবর্গের’ সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাখেন মো. সাহাবুদ্দিন।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি তরান্বিত করতে সমাজের বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ অটুট রাখতে হবে।
পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের বিজয়ার অঙ্গীকার।
এ সময় দেশের বন্যাকবলিত সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান রাখেন মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, সকল ধর্মের মূল বাণী মানব কল্যাণ। আমরা সবাই বাংলাদেশি। এখানে সবাই একই সূত্রে গাঁথা। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই; সবাই এক এবং অভিন্ন সত্ত্বা। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে।
রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স