ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
আগামী ১৬ অক্টোবর কোজাগরী পূর্ণিমার মধ্যে দিয়ে শেষ হবে দেবীপক্ষ

বিসর্জনে সাঙ্গ দুর্গতিনাশিনীর বন্দনা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ১২:২৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ১২:২৪:১০ পূর্বাহ্ন
বিসর্জনে সাঙ্গ দুর্গতিনাশিনীর বন্দনা দশমীর দিন শঙ্খনাদ-উলুধ্বনি, ঢাকের বাদ্যি এবং সধবাদের সিঁদুর খেলার আচারে দেবী দুর্গাকে অশ্রুভেজা ভালোবাসায় বিদায় দিচ্ছেন তার ভক্তরা। পুণ্যার্থীদের পূজা-অর্চনায় মুখর ছিল মণ্ডপ। এ সময় নাচে-গানে আনন্দময়ীর বন্দনা করেন তারা। কেউ ছবি, কেউ সেলফি তুলছিলেন। ছবিটি রোববার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তোলা
দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী বছরের অপেক্ষায় থেকে দুর্গতিনাশিনী দেবীকে দেবালয়ে বিদায় জানালেন ভুবনের বাসিন্দারা।
ষষ্ঠী তিথিতে বেলতলায় দেবীর নিদ্রাভঙ্গের বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল, তার সাঙ্গ হল বিজয়া দশমীতে। এবার তিথির কারণে মহানবমী পূজার পরই শনিবার দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়েছে।
এ কারণে শনিবারই বিজয়া দশমীর পুষ্পাঞ্জলির মাধ্যমে দুর্গতিনাশিনীর কাছে অশুভ শক্তির বিনাশের প্রার্থনা শেষ করেছেন ভক্তরা। আর গতকাল রোববার কেবল দেবী দুর্গার প্রতিমা আনুষ্ঠানিকভাবে বিসর্জন হচ্ছে।
রীতিনুযায়ী, গতকাল রোববার চট্টগ্রামের বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গাকে তেল, সিঁদুর আর পান-চিনিতে অশ্রু সজল নয়নে বিদায় জানানোর প্রক্রিয়া শুরু হয়। চট্টগ্রাম নগরীতে প্রতিবছরের মতো এবারও বিসর্জনের প্রধান স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত।
পাশাপাশি কর্ণফুলী নদীর কালুরঘাট, অভয়মিত্র ঘাট এবং বিভিন্ন এলাকার পুকুরেও দেওয়া হয়েছে বিসর্জন। তবে বৈরী আবহাওয়ার জন্য এবছর পতেঙ্গা সৈকতে অনেকে না গিয়ে কর্ণফুলী নদীতে বিসর্জন সম্পন্ন করেছেন।
নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, সকাল ১০ টা থেকে বিভিন্ন মণ্ডপ থেকে পূজার্থীরা প্রতিমা বিসজর্নে আসতে শুরু করেছেন।
বিসর্জন ঘিরে সৈকত ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিসর্জনের জন্য সৈকত এলাকায় ৪০০ পুলিশ, সড়কের বিভিন্ন পয়েন্টে মোবাইল টিম ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা নিয়োজিত আছে।
নিরাপত্তার জন্য সৈকত এলাকার দোকানগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানান উপ কমিশনার শাকিলা।
এদিকে নিরাপদে বিসর্জনের কাজ শুরু করতে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম তৈরি রাখা হয়েছে সৈকতে।
বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ থেকে ট্রাকে করে পতেঙ্গা সৈকতে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে আসছেন। বিসর্জন দেখতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের লোকজনও সৈকতে আসছেন।
কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের জানান, ফিরিঙ্গিবাজার ব্রিজ ঘাটেও প্রতিমা বিসর্জন হচ্ছে। বিসর্জন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে আছে।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, নবমী পূজা শেষে মর্ত্য ছেড়ে কৈলাসে যাত্রা করেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ত্রিনয়নীর পূজা।
শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা কৈলাস থেকে সপরিবারে মর্ত্যলোকে এসেছেন দোলায় চড়ে। আর ফিরে যাচ্ছেন ঘোড়ায়।
বাঙালি হিন্দুদের মতে, দেবী দুর্গা প্রতিবাদ ও প্রতিরোধের দেবী। একই সাথে তিনি ‘মাতৃরূপেণ’, ‘শক্তিরূপেণ’। গত ২ অক্টোবর মহালয়ার দিন সূচনা হয়েছে দেবীপক্ষের, আগামী ১৬ অক্টোবর কোজাগরী পূর্ণিমার মধ্যে দিয়ে শেষ হবে দেবীপক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য