ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

কুষ্টিয়ায় তীব্র তাপদাহে পানির সংকট ॥ বৃষ্টির অভাবে আবাদি জমি ফেটে চৌচির

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ০১:১৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ০১:১৪:১৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় তীব্র তাপদাহে পানির সংকট ॥ বৃষ্টির অভাবে আবাদি জমি ফেটে চৌচির বৃষ্টির অভাবে আবাদি জমি ফেটে চৌচির
কুষ্টিয়া প্রতিনিধি 
তাপদাহ প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে আর এর প্রভাব পড়ছে পরিবেশ কৃষকের ক্ষেতসহ সর্বত্র শুধু তাই- নয়, তীব্র তাপদাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল থেকেও পানি পাওয়া যাচ্ছে না কুষ্টিয়া পৌর এলাকাসহ জেলার সর্বত্র একই অবস্থা সুপেয় পানির সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ এদিকে, অতিরিক্ত খরায় পুড়ছে কৃষকের ফসল পানির ৎস না থাকা এবং বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকও তাপদাহ বাড়ার সাথে সাথে সূর্যের আলো থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে আর সেই তেজে পুড়ছে সবকিছু সপ্তাহ ধরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে
বৃষ্টির অভাবে আবাদি জমি ফেটে চৌচির অবস্থায় পড়ে রয়েছে তাপদাহে পানিশূন্য হয়ে পড়ছে পদ্মা, গড়াই জিকে সেচ প্রকল্পের চারটি পাম্প মেশিন নষ্ট থাকায় প্রকল্পের খালগুলো পানিশূন্য এতে প্রভাব পড়েছে কৃষকের ক্ষেতে বিশেষ করে বোরো ধান চাষে চাষিদের দুশ্চিন্তা বেশি পানির ৎস না থাকা বৃষ্টি না হওয়ায় চিটা হচ্ছে ধানে, পুড়ছে ভুট্টা, বাদাম আখসহ সবজি ক্ষেত বিনিয়োগ করে বিপাকে কৃষকরা একই অবস্থা কৃষি খামারেও
কৃষিবিদরা বলছেন, গরম অব্যাহত থাকলে বোরো আবাদের বিপর্যয় হতে পারে বিশেষ করে ধানে চিটা বাড়তে পারে এজন্য স্যালো ইঞ্জিন চালিত পানির পাম্পগুলো মাটি খুঁড়ে গভীরে বসানোর পরামর্শ দিয়েছেন কৃষিবিদ সৌতম কুমার শীল সুপেয় পানির সংকট চরম দেখা দেয়ায় ভোগান্তিতে মানুষ টিউবওয়েলে পানি না পাওয়ায় সাবমারসিবল পাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সাইদুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন জানান, গত কয়েক বছর ধরে ওয়াটার টেবিলের লেয়ার নিম্নমুখী গত বছর পানির স্থিতিতল ছিল ৩২ ফুট বছর তা নেমে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৩৬ ফুট বৃষ্টি হলে সমস্যা দূর হবে এদিকে, কুষ্টিয়া আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক মো. বজলুর রহমান জানিয়েছেন, জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বৃষ্টি না হওয়া পর্যন্ত অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি মিলবে না 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য