ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ সড়ক ভেঙে দিয়েছে উত্তর কোরিয়া

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ১১:৫৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ১১:৫৮:৩২ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ সড়ক ভেঙে দিয়েছে উত্তর কোরিয়া

দুই কোরিয়ার সীমান্তের কাছে আন্তঃকোরীয় সড়ক ও রেল লাইনগুলো বিচ্ছিন্ন করেছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার ওই সড়ক ও রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় তারা। এর প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। ফলে দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণের সাথে সংযুক্ত কিছু সড়ক ও রেললাইনের উত্তরাংশ ধ্বংস করা হয়। দক্ষিণের সামরিক বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সীমান্ত সড়কে বিস্ফোরণ ঘটে ও ধোঁয়ার কুণ্ডলী ওপের দিকে উঠতে থাকে। তবে বিস্ফোরণের আগে দক্ষিণ কোরিয়ার দিকে কালো বেড়া দিয়েছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সীমান্তে দেখা গেছে, সেখানকার সড়ক চিহ্নে লেখা আছে ‘বিদায়’ এবং উত্তর কোরিয়ার কেসং শহরটি ১০ মিটার দূরে। ভিডিওতে কয়েকটি ডাম্প ট্রাক ও মাটি সরানোর যন্ত্রাংশ দেখা গেছে। উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা সেই যানবাহনগুলো পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন। সিউলের একীকরণ মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এ ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে এবং একে আন্তঃকোরীয় পূর্বের চুক্তিগুলোর স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেছে। এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র কু বিয়ং-স্যাম বলেছেন, এটি দুঃখজনক যে উত্তর কোরিয়া বারবার এমন পশ্চাদগামী আচরণ করছে। যদিও দক্ষিণের সীমান্তে কোনো ক্ষতি হয়নি তারপরও বিস্ফোরণের প্রতিক্রিয়ায় দক্ষিণের সামরিক বাহিনী সামরিক বিভাজন রেখার দক্ষিণে সতর্কতামূলক গুলি চালিয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। ঘটনার পর দক্ষিণ কোরিয়া নজরদারি এবং প্রস্তুতি বাড়িয়েছে বলেও জানিয়েছে তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ