ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ৮১২ জিপিএ ৫-সহ শতভাগ পাস

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০২:২৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০২:২৮:১৪ অপরাহ্ন
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ৮১২ জিপিএ ৫-সহ শতভাগ পাস
প্রতি বছরের মতো এবারও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এ বছরের এইচএসসিতে ৮১২ জন জিপিএ ৫-সহ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও শতভাগ সাফাল্য ধরে রেখেছে ড. মাহাবুবুর রহমান কলেজ। এদুটি প্রতিষ্ঠান শতভাগ পাসের পাশাপাশি নজর কেড়েছে জিপিএ-৫ এর ক্ষেত্রে। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, দুটি কলেজে শতভাগ পাসের পাশাপাশি জিপিও-৫ পেয়েছে অনেক বড় অংশ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ  থেকে এবার পরীক্ষা দিয়েছিল এক হাজার ১২৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৬ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৮৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৩ জনে জিপিএ ৫ পেয়েছে ৬৭ ও মানবিক বিভাগে ১৪৪ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৭ জন। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের হৈ-হুল্লোড় ও আনন্দ-উৎসবে প্রতিষ্ঠান প্রাঙ্গণ ছিল মুখর। বিন্দুমাত্র উল্লাস-উচ্ছ্বাসের কমতি ছিল না। পাসের সংখ্যা শতভাগ। আর ড. মাহাবুবুর রহমান কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছে দুই হাজার ৭৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এক হাজার ৭৬৫ জন। এ বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে। তিনি বলেন, এবার নানা রকম প্রতিকূলতার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। রাজনৈতিক টানাপোড়নের কারণেও শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা বিঘ্নিত হয়েছে। এর মধ্যেও আমাদের শিক্ষার্থীরা আশানুরুপ ফল অর্জন করেছে। শিক্ষকদের সযত্ন পরিচর্যা শিক্ষার্থীদের আশা পূরণ করতে সক্ষম হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা বারবার প্রত্যাশিত ফল অর্জন করে প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ক্রমাগতভাবে সমুজ্জ্বল করে আসছে। এটা আমাদের সৌভাগ্য, এর চেয়ে সুখের আর কী হতে পারে! বিজ্ঞান বিভাগের গোল্ডেন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সাবরিনা ইসলাম তিনা বলেন, আমার আশা শতভাগ পূর্ণ হয়েছে। অধ্যক্ষ ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও আমার চেষ্টায় ভাল ফল হয়েছে। অপরদিকে ড. মাহাবুবুর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সফলতা আমাদের জন্য গর্বের। এরাই এক সময় দেশের সফলতা এনে দেবে, জাতিকে গর্বিত করবে। শিক্ষাদানের ক্ষেত্রে তাই তাদেরকে পড়ালেখার পাশাপাশি নৈতিক জ্ঞান দেয়ার চেষ্টা করেছেন শিক্ষকরা। এই ধারা অব্যাহত রেখে যেতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোহিতা কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য