ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির
শতভাগ পাসের ১৩৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯৬১টিই মাদ্রাসা বোর্ডের

বেড়েছে শতভাগ পাস ও ফেলের শিক্ষা প্রতিষ্ঠান

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০২:৩৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০২:৩৩:০৭ অপরাহ্ন
বেড়েছে শতভাগ পাস ও ফেলের শিক্ষা প্রতিষ্ঠান
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী ফেল করা এবং শতভাগ পরীক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার বেড়েছে।
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ১৯৭ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর সব শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৩৮৮টি।
২০২৩ সালে কেউ পাস করতে পারেনি- এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪২টি। সেই হিসাবে এবার শতভাগ অনুত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৩টি।
পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২৩ সালে ছিল ৯৫৩টি। তার মানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৩৫টি।
শতভাগ শিক্ষার্থী ফেল করেছে- এমন কোনো প্রতিষ্ঠান বরিশাল ও সিলেট বোর্ডে নেই। শূন্য পাসের বিবেচনায় শীর্ষে রয়েছে দিনাজপুর বোর্ড, সেখানকার ২০টি প্রতিষ্ঠানের কেউই পাস করেনি।
ঢাকা শিক্ষা বোর্ডের ৮টি প্রতিষ্ঠান, রাজশাহীর ২টি, কুমিল্লার ৪টি, যশোরের ৭টি, চট্টগ্রামের ৫টি এবং ময়মনসিংহের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবার ফেল করেছে।
সব শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা এবার মাদ্রাসা বোর্ডে ২টি, আর কারিগরি বোর্ডে ৩টি। শতভাগ পাস করা ১৩৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ৯৬১টি প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ডের অধীনে। এছাড়া কারিগরি বোর্ডের ২৫০টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
ঢাকা বোর্ডে ৫৭টি প্রতিষ্ঠানের, রাজশাহীতে ৩৫টি, কুমিল্লায় ১০টি, যশোরে ও চট্টগ্রামে ১৩টি করে ২৬টি, বরিশালে ২১টি, সিলেটে ৮টি, দিনাজপুরে ১৫টি এবং ময়মনসিংহে ৫টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে গত বছর শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৬১টি। আর কারিগরি বোর্ডের ১৪০টি প্রতিষ্ঠান থেকে গতবছর শতভাগ শিক্ষার্থী পাস করে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করেন। ঢাকায় সমন্বিত ফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে, তবে বেড়েছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা।
২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ; জিপিএ ৫ পেয়েছিলেন ৯২ হাজার ৫৯৫ জন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স