ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩৭ জন।

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০২:০৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০২:০৪:০২ পূর্বাহ্ন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ Star Mail <[email protected]> AttachmentsFri, Oct 18, 8:54 PM (5 hours ago) to bcc: me শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেআরএফ) রজতজয়ন্তী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। ছবি: স্টার মেইল দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ছবিটি শুক্রবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে; এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৭ জন।
বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে মৃত্যুর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের প্রাণ নিয়েছিল ডেঙ্গু।
গত একদিনে আরো ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৬১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২১০ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহে ২৮ জন, চট্টগ্রামে ৪৭ জন, খুলনায় ৪৩ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
গতকাল শুক্রবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৪১৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮০৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮১২ জন; আর ১৯৯৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৭ হাজার ১৯৬ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ২৬৫ জন।
গত সেপ্টেম্বর মাসে ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৮০ জনের। আক্রান্ত ও মৃত্যুর দুটি সংখ্যাই এ বছরের সর্বোচ্চ।
আর অক্টোবরের প্রথম ১৮ দিনেই ১৬ হাজার ৫২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৭৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স