ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:৫৯:০২ অপরাহ্ন
শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। জেফরি ভ্যান্ডারসে এবং দিলশান মাদুশঙ্কা তিন ম্যাচের সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন। তবে চামিকা করুনারত্নে এবং আকিলা ধনঞ্জয়া বাদ পড়েছেন। অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংহে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। দিলশান মাদুশঙ্কাও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ মিস করে এবার ওডিআই সেটআপে ফিরে আসেন। একই সিরিজে অভিষেক হওয়া মোহাম্মদ শিরাজ তার জায়গা ধরে রেখেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ দুটি ওডিআই মিস করা ওয়ানিন্দু হাসরাঙ্গাও শ্রীলঙ্কার ৫০ ওভারের সেটআপে ফিরে এসেছেন। তবে অলরাউন্ডার চামিকা করুণারত্নে এবং স্পিনার আকিলা ধনঞ্জয়া বাদ পড়েছেন। মাথিশা পাথিরানা কাঁধের চোটের কারণে বাদ পড়েছেন, অন্যদিকে দুশমান্থ চামিরা এবং নুয়ান থুশারাও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডেতে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। প্রথম ওডিআই ২০ অক্টোবর এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৩ এবং ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে, পাল্লেকেলে তিনটি ম্যাচের আয়োজন করবে। শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড:চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, সাদিরা সামারাবিক্রমা, নিশান মাদুশকা, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিডু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ শিরাজ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য