ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে ট্রেড ইউনিয়ন নির্বাচনে সিন্ডিকেট ফের সক্রিয়

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৫:৩৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৫:৩৬:২৮ অপরাহ্ন
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে ট্রেড ইউনিয়ন নির্বাচনে সিন্ডিকেট ফের সক্রিয়
আবু জাফর
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে ট্রেড ইউনিয়ন কমিটির সদস্যদের ঢাকার বাইরে বদলি করার সুযোগে বিরোধী সিন্ডিকেট জোট কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভুল বুঝিয়ে এক তরফা নির্বাচনের প্রস্তুতি নিয়েছেতাই চলমান নির্বাচনী কার্যক্রম স্থগিত করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, পুনঃতফসিল ঘোষণা ও ভোটার তালিকা হালনাগাদ করে পুনঃনির্বাচনের জোড় দাবি জানিয়ে এই মুহূর্তে ট্রেড ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু হবে না মর্মে আশঙ্কা প্রকাশ করে গত ২ মে শ্রম অধিদফতরের মহাপরিচালকের কাছে অভিযোগ করেছে সাধারণ কর্মচারীরাজানা যায়, সিন্ডিকেটের লোকজন ঢাকার বাইরে বদলী করার ভয়-ভীতি দেখিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করতে দিচ্ছে নাএমনকি ফরম কেনার পরও অনেকেই তা জমা দিতে পারবে কিনা তাতে সন্দেহ প্রকাশ করেছেনকারণ গৃহায়ণ কর্তৃপক্ষে বিরোধী জোট শক্তিশালী এবং একটি নির্দিষ্ট এলাকার বাসিন্দা হিসেবে আধিপত্য বিস্তারের জন্য যা যা করা দরকার তার সবগুলোই প্রয়োগ করেছেএতে করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় ২৫০/৩০০ জন কর্মচারীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছেবিগত ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর গৃহায়ণের জাতীয় শ্রমিকলীগ (সিবিএ)-এর অন্তর্ভুক্ত করা হয়পরে নিয়মানুযায়ী একটি কমিটি গঠন হয়েছিল তা এখনও বিলুপ্ত হয়নি বা বাতিলও হয়নিতাই ওই কমিটি এখনও বহাল থাকার কথাকিন্তু ওই কমিটির সদস্যদের ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছেএমনকি স্ব স্ব নামে ফরম কেনার পরও ফরম অনেকেই জমা দিতে পারবে কিনা তাতে সন্দেহ প্রকাশ করেছেনকারণ গৃহায়ণ কর্তৃপক্ষে বিরোধী জোট শক্তিশালী এবং একটি নির্দিষ্ট এলাকার বাসিন্দা হওয়ায় তারা আধিপত্য বিস্তারের জন্য যা যা করা দরকার তারা তাই তাই প্রয়োগ করেছেতাই সাধারণ কর্মচারীরা এই মুহূর্তে ট্রেড ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু হবে না মর্মে নির্বাচনে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছেনাম প্রকাশে অনিচ্ছুক অধিকাংশ ভোটার বর্তমানে যারা ভোটের আয়োজন করেছেন তাদের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এবং তাদের ভয়ে কেউ কথা বলতে অপারগতা প্রকাশ করেন২০২৪ সালের মার্চে ৪৩ জনকে (স্থায়ী) হিসাব সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছেতাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বা ভোটার তালিকাও নির্বাচন কমিশন প্রস্তুত করেনিসুবিধাভোগী সিন্ডিকেট যেভাবে ভোটার তালিকা প্রস্তুত করে দিয়েছেন সেভাবে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেনকারণ ওই বিরোধীয় জোট সিন্ডিকেট সিবিএ-এর নেতাদের ঢাকার মাঠে না থাকার সুযোগ/আধিপত্য বিস্তারের জন্য উঠে-পড়ে লেগেছেসিন্ডিকেটের মনগড়া নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা দ্রুত করার চিন্তা করা হচ্ছেসুতরাং চলমান নির্বাচনী কার্যক্রম স্থগিত করে পুনঃনির্বাচনের জন্য সাধারণ কর্মচারীরা জোর দাবি জানিয়েছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ