ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় বৃদ্ধ বাবার আত্মসমর্পণ বৈশাখের প্রচণ্ড তাপদাহে সুজানগরে তালের পাখার কদর বাড়ছে হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্য ধানের ‘গোলাঘর’ কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে তিনজনকে জরিমানা শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ জব্দ শ্রীমঙ্গলে আউশ প্রণোদনা পেলেন ৩১৫০ জন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা পাঁচ কিলোমিটার সড়কে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ অস্ত্র দিয়ে ডাকাত তকমা, জনতার রোষানল থেকে বাঁচালো নৌবাহিনী নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ফুটপাতে বছরের পর বছর দিন কাটে যাদের কক্সবাজার জেলার ১৭ পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ এবার বৃষ্টির প্রবণতা বেশি গ্রীষ্ম কাটবে স্বস্তিতে আ’লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ১৩ টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ গারো পাহাড়ের সবুজায়ন বেড়েছে বন্য হাতির সংখ্যা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে

মিয়ানমারে বোমা বিস্ফোরণ, টেকনাফে ২৫ ঘরে ফাটল

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ১২:২২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ১২:২২:৩১ অপরাহ্ন
মিয়ানমারে বোমা বিস্ফোরণ, টেকনাফে ২৫ ঘরে ফাটল
কক্সবাজার প্রতিনিধি
সীমান্তের ওপারে শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে সৃষ্ট ভূকম্পনের কারণে কক্সবাজারের টেকনাফের একটি গ্রামে অন্তত ২৫টি মাটির ঘরে ফাটল দেখা দিয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসী।
সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া গ্রামটি নাফ নদীর তীরে অবস্থিত। নদীটি বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে। সীমান্তবর্তী এই গ্রামের ঠিক ওপারে মংডু শহরে কয়েক মাস ধরে মিয়ানমার জান্তা সেনা ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে ভয়াবহ লড়াই চলছে।
গত শুক্রবার আচারবুনিয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো মাটি ও ইট দিয়ে তৈরি এবং সেখানে বসবাস করেন নিম্ন আয়ের মানুষ। ঘরে ফাটল ধরায় সেখানে বসবাস করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মিয়ানমারে চলা যুদ্ধের পরোক্ষ শিকার হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেন ওই গ্রামের মানুষ। তারা বলছেন, এখন ঘর মেরামতের জন্য পর্যাপ্ত টাকাও তাদের নেই।
গ্রামের এক বাসিন্দা জাহেদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, মিয়ানমারের যুদ্ধবিমান যখন সীমান্তের ওপারে বোমা বর্ষণ করে, তখন আমাদের বাড়িঘর এমনভাবে কেঁপে ওঠে, যেন ভূমিকম্প হচ্ছে।
তিনি আরও বলেন, বোমা বিস্ফোরণের শব্দ এত প্রচণ্ড যে, আমাদের মাটির ঘরগুলো কেঁপে ওঠে। সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে আমার এবং আমার ভাইয়ের ঘরে ফাটল ধরেছে।
‘গত তিন মাস ধরে একটু একটু করে ফাটল ধরতে ধরতে এখন আমাদের ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যোগ করেন তিনি।
গ্রামের গৃহবধূ হামিদা খাতুন জানান, মিয়ানমারের দিক থেকে বোমা বিস্ফোরণে বাড়ির দেয়াল ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।
তিনি বলেন, যখন প্রচণ্ড শব্দে বোমা বিস্ফোরিত হতে থাকে, তখন তো আমাদের বাচ্চারাও ভয়ে চিৎকার করে উঠে। টানা বিস্ফোরণের শব্দে আমরা প্রায় তিন মাস রাতে ভালোভাবে ঘুমাতে পারিনি।
‘আমরা সবসময় ভয়ে থাকি। কোনো বোমা যদি ভুলবশত আমাদের এলাকায় এসে পড়ে, আমরা তো মুহূর্তের মধ্যেই মারা যাব, যোগ করেন তিনি।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সরকারি সহায়তা পাবেন।
বিস্ফোরণের ফলে যে আফটার শক হচ্ছে, তার ফলে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারনা করছেন।
গত শুক্রবার বিকেলে এই প্রতিবেদক যখন শাহপরীর দ্বীপ জেটি পরিদর্শনে যান, তখনও মিয়ানমারের একটি জঙ্গি বিমান মংডু শহরে বোমাবর্ষণ করছিল।
জঙ্গি বিমানটি বেশ কয়েকটি ড্রাইভ করে এবং মংডু শহরে প্রায় তিন-চারটি বোমা ফেলে ঘাঁটির দিকে চলে যায়।
শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ টেলিফোনে জানান, ওই রাতে হামলার তীব্রতা বেড়ে যায় এবং বিস্ফোরণের শব্দও শুনতে পেয়েছেন তারা।
তিনি বলেন, রাতে অবিরাম মর্টারশেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই আমরা।
তার ভাষ্য, এখন অবশ্য এসব বিমান হামলা ও বিস্ফোরণের শব্দ শোনা আমাদের অভ্যাস হয়ে গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য