ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

নিজের ব্যস্ততা নিয়ে মন্তব্য করলেন কুদ্দুস বয়াতি

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪২:৫১ অপরাহ্ন
নিজের ব্যস্ততা নিয়ে মন্তব্য করলেন কুদ্দুস বয়াতি
বিনোদন ডেস্ক
জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি বেশ রসিক মানুষ। তার স্বভাবসুলভ সেই রসিকতার ব্যাপারটি তিনি তুলে ধরছেন ভিডিওর মাধ্যমে। তা তিনি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে অনুরাগীদের কাছ থেকে প্রশংসাও কুড়াচ্ছেন। কেউ কেউ বলছেন কুদ্দুস বয়াতি শখের বশেই এ ভিডিওগুলো তৈরি করছেন। কেউ বলছেন, আগের চেয়ে গানের কাজ কমে গেছে, তাই ভিডিও বানিয়ে আয়ের চেষ্টা করছেন। সম্প্রতি এ নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এখন কি নিয়ে ব্যস্ততা? জানতে চাইলে কুদ্দুস বয়াতি বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে গান-বাজনার কাজ নেই বললেই চলে। গ্রামের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও বানাই। আমার ভিডিও বানানোর জন্য টিম আছে। আমার নিজের ইউটিউব চ্যানেল আছে। ভিডিওগুলো সেখানে প্রকাশ করি। পাশাপাশি ফেসবুকেও প্রকাশ করি। বাকি সময় নিজের মতো করে ঘোরাফেরা করি। বন্ধু-বান্ধদের সঙ্গে আড্ডা দেই। কোনো প্রোগ্রামের দাওয়াত পেলে ঢাকায় আসি’। ভিডিও তৈরি করে মাসে কত টাকা আয় করেন? জানতে চাইলে কুদ্দুস বয়াতি বলেন, ‘আয় হচ্ছে মোটামুটি। এতে যে টাকা আসে, তা দিয়ে চলতে পারি।’ তবে তিনি আয়ের নির্দিষ্ট পরিমাণ বলতে চাইলেন না। ভিডিওগুলো তিনি ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও প্রকাশ করেন। তার নামে দুটি ভেরিফায়েড পেজ রয়েছে। ‘দুইটা পেজ আমি চালাই। তবে আমার নামে প্রায় ৫০টির মতো পেজ খোলা হয়েছে। আমি এগুলো সম্পর্কে কিছু জানি না। কারা চালায় তাও আমি জানি না।’ যোগ করেন কুদ্দুস বয়াতি। ভিডিও প্রকাশের পাশাপাশি কুদ্দুস বয়াতি তার ফেসবুকে পেজ থেকে মাঝে মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পোস্টও দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ