ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

এভিন লুইসের ব্যাটে বড়ো ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:০৫ অপরাহ্ন
এভিন লুইসের ব্যাটে বড়ো ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
এভিন লুইসের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ক্যারিবিয়ানরা। এই জয়ে ১৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ম্যাচে পরাজয়ের বৃত্ত ভাঙলো ওয়েস্ট ইন্ডিজ। গত শনিবার পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ১ উইকেট হারিয়ে ৮১ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে অনেকক্ষণ। আম্পায়ারের সিদ্ধান্তে ম্যাচ কমিয়ে আনা হয় ২৩ ওভারে। আগেই ১৭ ওভার খেলে ফেলেছিলো শ্রীলঙ্কা। বাকি থাকা ৬ ওভারে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান করে লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা করেন ৬২ বলে ৫৬ রান। কুশল মেন্ডিস নিসাঙ্কার সমান রান করেন মাত্র ২২ বলে। আভিস্কা ফার্নান্দো করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ টি করে উইকেট পান রস্টন চেজ ও শেরফানে রাদারফোর্ড। ২৩ ওভারে ১৯৫ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ওয়ানডে ম্যাচ রূপ নেয় ক্যারিবিয়ানদের প্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটে। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় তারা। আসিথা ফার্নান্দোর বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ১৬ রান করে ফিরে যান ওপেনার ব্রেন্ডন কিং। অন্য ওপেনার এভিন লুইস ব্যাট থাকে চালাতে থাকেন তাণ্ডব। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন শাই হোপ। ২৭ রানে শাই হোপ আউট হলে লুইস আর রাদারফোর্ড মিলে বাকি কাজ টা শেষ করেন। ৬১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন এভিন লুইস। তার ইনিংসে ছিল ৯ চার ও ৪ টি ছক্কা। শেরফানে রাদারফোর্ড ছিলেন ২৬ বলে ৫০ রানে অপরাজিত। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ৩ টি ছক্কা। ম্যাচ সেরা হন এভিন লুইস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য