ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

এভিন লুইসের ব্যাটে বড়ো ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:০৫ অপরাহ্ন
এভিন লুইসের ব্যাটে বড়ো ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
এভিন লুইসের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ক্যারিবিয়ানরা। এই জয়ে ১৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ম্যাচে পরাজয়ের বৃত্ত ভাঙলো ওয়েস্ট ইন্ডিজ। গত শনিবার পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ১ উইকেট হারিয়ে ৮১ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে অনেকক্ষণ। আম্পায়ারের সিদ্ধান্তে ম্যাচ কমিয়ে আনা হয় ২৩ ওভারে। আগেই ১৭ ওভার খেলে ফেলেছিলো শ্রীলঙ্কা। বাকি থাকা ৬ ওভারে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান করে লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা করেন ৬২ বলে ৫৬ রান। কুশল মেন্ডিস নিসাঙ্কার সমান রান করেন মাত্র ২২ বলে। আভিস্কা ফার্নান্দো করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ টি করে উইকেট পান রস্টন চেজ ও শেরফানে রাদারফোর্ড। ২৩ ওভারে ১৯৫ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ওয়ানডে ম্যাচ রূপ নেয় ক্যারিবিয়ানদের প্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটে। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় তারা। আসিথা ফার্নান্দোর বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ১৬ রান করে ফিরে যান ওপেনার ব্রেন্ডন কিং। অন্য ওপেনার এভিন লুইস ব্যাট থাকে চালাতে থাকেন তাণ্ডব। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন শাই হোপ। ২৭ রানে শাই হোপ আউট হলে লুইস আর রাদারফোর্ড মিলে বাকি কাজ টা শেষ করেন। ৬১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন এভিন লুইস। তার ইনিংসে ছিল ৯ চার ও ৪ টি ছক্কা। শেরফানে রাদারফোর্ড ছিলেন ২৬ বলে ৫০ রানে অপরাজিত। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ৩ টি ছক্কা। ম্যাচ সেরা হন এভিন লুইস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ