ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
কিশোরগঞ্জ

হিন্দু বাড়ির দরজা খুলে নেয়ার অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১০:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১০:০৪:১৭ অপরাহ্ন
হিন্দু বাড়ির দরজা খুলে নেয়ার অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি
মফিজ উদ্দিন নয়ন (কিশোরগঞ্জ) কটিয়াদী
কিশোরগঞ্জের ব্রাহ্মণকচুরি গ্রামের একটি হিন্দু পরিবারে হামলা চালিয়ে কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুটে নেয়ার পর এবার সেই বাড়ির দরজা খুলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়াসহ আট জনের নাম উল্লেখ করে গত শুক্রবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এর আগে লুটপাটের ঘটনায় একই থানায় মামলা দায়ের করা হলেও এখনও কেউ আটক হয়নি বলে জানিয়েছে পরিবারটি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ওই হিন্দু পরিবারের সদস্যরা প্রায় ৩ মাস ধরে নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে আছেন। প্রাণভয়ে বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না।
গত ১৮ অক্টোবর থানায় জমা দেয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী গীতা রাণী বর্মন উল্লেখ করেন, গত ১৬ অক্টোবর দিনগত রাত ১০টার দিকে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার নির্দেশে তার ১০/১৫ জন সহযোগী ওই বাড়ির দালান ঘরে ঢুকে কাঁঠাল কাঠের তৈরি তিনটি দরজা খুলে নিয়ে যায়। এরপর তারা আগের মামলা উঠিয়ে নিতে তাদেরকে হুমকি দেয়। তবে এলাকাবাসী জানায়, ব্রাহ্মণকচুরি গ্রামের প্রয়াত জয় কৃষ্ণ বর্মনের বাড়িতে গত ৫ আগস্ট সরকার পতনের দিন ইদ্রিস দলবল নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। শুধু তাই নয়, উল্টো ওই পরিবারের এক সদস্যকে রাজনৈতিক হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। ৫ আগস্ট হামলা-লুটপাটের পর ওই পরিবারের পক্ষ থেকে এ ঘটনার বিচার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। পরে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে অভিযুক্ত বিএনপি নেতা ইদ্রিস মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়। হিন্দু পরিবারটির অভিযোগ, আগের ঘটনার পর পুলিশের কাছে গেলেও শুরুতে মামলা নিতে চায়নি তারা। পরে পুলিশ সদর দফতরের হস্তক্ষেপে স্থানীয় থানা মামলা নিয়েছে। মামলার বাদী গীতা রাণীর ভাই প্রদীপ বর্মণ জানান, ঘটনার পরদিন ৬ আগস্ট তারা থানায় মামলা করতে গেলে শুরুতে পুলিশ বিষয়টি আমলে নেয়নি। পরে পুলিশের সদর দফতরে যোগাযোগ করা হয়। এরপরও ঘটনার ৪৮ দিন পর ২৩ সেপ্টেম্বর মামলাটি এফআইআরভুক্ত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ। ওই মামলায় ইদ্রিসসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। কিন্তু এই মামলার পর আরেকটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাদী পক্ষকে দেশছাড়া করাসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে। আগের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়, ৫ আগস্ট বিকেল ৩টা নাগাদ ইদ্রিসের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাদের বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুর শুরু করে। তাদের কাছে হকিস্টিক, ককটেল ও পিস্তল ছিল। তারা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায় ও পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। পরে সন্ধ্যার পর পিকআপে করে ইদ্রিসের নেতৃত্বেই ৩০-৪০ জন এসে বাড়ির প্রধান ফটক খুলে নেয়াসহ ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, সোফা, আলমারি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, টেলিভিশন, সাবমারসিবল মোটরসহ সবকিছু গাড়িতে তুলে নিয়ে যায়। কিশোরগঞ্জ সদর মডেল থানা থেকে সদ্য বদলি হয়ে যাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শ্যামল মিয়া বলেন, দরজা খুলে নেয়ার অভিযোগ পেয়ে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইনসহ আমরা ওই বাড়িটি পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা ঘরটি আগের মতোই তালা লাগানো দেখতে পাই। ওই বাড়িতে কেউ যায়নি বলে জানতে পারি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরের বার হামলার যে অভিযোগটি করা হচ্ছে সেটি ভুল। আমি সরেজমিনে গিয়ে ৫ আগস্টের ঘটনার সত্যতা পেয়েছি। দ্বিতীয় অভিযোগ পেয়ে সেখানে গিয়ে মানুষকে জিজ্ঞাসাবাদ করেছি। পরবর্তী সময়ে ওই বাড়িতে কোনো হামলার ঘটনা পাইনি। ওই বাড়ির ভেতরে কয়েকটি কক্ষের দরজা ৫ তারিখে খুলে নেয়া হয়েছে বলে জানতে পেরেছি। দ্বিতীয়বার হামলার কোনো তথ্য প্রমাণ পাইনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ