ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ডেমরায় সরকারি সম্পত্তি দখলের পায়তারা জুম সোয়েটার্সের

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১২:১৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:১৭:৪১ পূর্বাহ্ন
ডেমরায় সরকারি সম্পত্তি দখলের পায়তারা জুম সোয়েটার্সের
রাজধানীর ডেমরায় উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ডেমরা থানার দেইল্লা মৌজায় ৪০/৭২-৭৩ নং এল.এ কেসের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের ৩.৭২ একর অধিগ্রহণকৃত সম্পত্তি স্থানীয় জুম সোয়েটার্স এর মালিক ভূমিদস্যু মজিদ তালুকদার ও তার মেয়ে সোনিয়া তালুকদার গং জাল জালিয়াতির মাধ্যমে খারা দলিল সৃজন করে কোটি কোটি টাকা মূল্যের এই সরকারি জমি দখল করছিল। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে জমিটি দখলে নিলে এলাকার হাজার হাজার ছাত্র-জনতা বাধা দিয়েও তা রক্ষা করতে পারেনি হাইকোর্টের ৯২৯৮/১২ নং রিটের মাধ্যমে গত ১৮/০৬/১৮ খালে জুম সোয়েটার্স লিমিটেডের মালিক সোনিয়া তালুকদার গং কে জমিতে প্রবেশ না করা এবং কোনোভাবেই জমি অবমুক্ত করা যাবে না এই মর্মে আদেশ প্রদান করা হয়। অথচ সাবেক স্বৈরাচারের দোসররা হাইকোর্টের আদেশ অমান্য করে ২৮/০৩/২৪ সালে জুম সোয়েটারের পক্ষে জমিতে বাউন্ডারি ওয়াল তোলে। পরবর্তীতে ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর হাজার হাজার উত্তেজিত ছাত্র-জনতা অবৈধ দখলদারদের বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়। বর্তমানে জমিটি দখলমুক্ত আছে। তবে যে কোন সময় ভূমি দস্যুরা ঐ জমিতে দখল নিতে পারে এমন আশঙ্কা এলাকাবাসীর। এই জমিটি দখলের বিরুদ্ধে গত ১ এপ্রিল ২০২৪ সালে মানববন্ধন করেছিল স্থানীয় ছাত্র-জনতা। বিষয়টি বহু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উল্লেখ থাকে যে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা এই জমির মাটির কাচপুর ব্রিজে দেয়া হয়েছে, সেখানে একটি বড় পুকুর ছিল, স্থানীয়রা ওই পুকুরে গোসল করতো, মাছ ধরত, নৌকাবাইচ দিত এটি ছিল এলাকার মানুষের বিনোদনের স্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর করছিল এই এলাকা। দখলদারির কারণে যাতে পুনরায় জমিটি সরকারের হাত ছাড়া না হয় সেজন্য সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। একইসঙ্গে জেলা প্রশাসক এসি ল্যান্ড ও সংশ্লিষ্ট সকলের কাছে তাদের দাবি এখানে যেন শহীদ আবু সাঈদ এর নামে একটি স্টেডিয়াম তৈরি করা হয়। যা স্থানীয়দের খেলাধুলা বিনোদনের একটি উপযুক্ত স্থান হিসেবে নির্ধারিত হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ