ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
ডেঙ্গু পরিস্থিতি

একদিনে ১৩১২ রোগী ভর্তি, এ বছরের সর্বোচ্চ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১১:৫৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১১:৫৬:০৮ পূর্বাহ্ন
একদিনে ১৩১২ রোগী ভর্তি, এ বছরের সর্বোচ্চ
গত একদিনে আরও ৬ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগে এ বছর মোট ২৮৬ জনের মৃত্যু হল


বাংলাদেশে গত একদিনে ১৩১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ।
এর আগে গত ২০ অক্টোবর ১২৯৮ জন রোগী ভর্তি হয়েছিলেন, সেটাই এতদিন ছিল এ বছর একদিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা।
গত একদিনে আরও ৬ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগে এ বছর মোট ২৮৬ জনের মৃত্যু হল।
২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১৭০৫ জনের মৃত্যু হয়, তার আগে ২০১৯ মৃত্যু হয়েছিল ২৮১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হল ৫৯ হাজার ৪২০ জন।
নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫০৩ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহে ২৮ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১৬৯ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১১৮ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।
যারা মারা গেছেন, তাদের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দুজন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া একজন বরিশাল বিভাগ এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা গেছেন।
কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিলে এবং বাসায় চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হলে সেই সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের এই হিসাবে আসে না। ফলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি।
মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৫ হাজার ১১৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০১৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৫০ জন; আর ২০৬৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৪ হাজার ৫১৮ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৯০২ জন।
অক্টোবর মাসের ২৯ তারিখ পর্যন্ত ২৮ হাজার ৪৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ১২৩ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ