ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৫ নভেম্বর পটিয়া অটো-টেম্পো সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন লক্ষীপুরের কামানখোলা জমিদার বাড়িকালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে ভাঙ্গায় আসন বিন্যাস নিয়ে উত্তেজনা, থানায় হামলা–অগ্নিসংযোগ ওরিয়েন্টেশনে চমক দেখালো ডিএমআরসি গাংগুরিয়া ডিগ্রী কলেজে নবীন বরণ ও শুভ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু ইসির যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, আসামি ৩১ জন টানা ১৪ দিনের দীর্ঘ ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন টেলিকম নীতিমালা ঝুঁকিপূর্ণ রাজধানীতে কিশোর গ্যাংয়ে বাড়ছে অপরাধ দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল টাকার আর্থিক অনিয়ম সোনা চোরাচালানে জড়িয়ে পড়ছে বিমানের ক্রুরা ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ-রিজভী কারাবন্দিদের সাজার মেয়াদ কমবে-স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিবেন পররাষ্ট্র উপদেষ্টা জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের খিলগাঁওয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া-সারিয়াকান্দি ২০ কিলোমিটার সড়কে গাছশূন্য ॥ তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৬:১৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৬:১৭:১৫ অপরাহ্ন
বগুড়া-সারিয়াকান্দি ২০ কিলোমিটার সড়কে গাছশূন্য ॥ তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ বগুড়া-সারিয়াকান্দি ২০ কিলোমিটার সড়কে গাছশূন্য ॥ তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
বগুড়া প্রতিনিধি
বগুড়া থেকে সারিয়াকান্দি ২০ কিলোমিটার সড়কের পাশে নেই গাছসড়কটি সংস্কারে ৯০ দশকে লাগানো গাছগুলো কাটা হলেও নতুন করে কোনো উদ্যোগ নেয়া হয়নিদীর্ঘ এই এলাকাজুড়ে গাছ না থাকায় তাতে পাখপাখালি যেমন বসবাস করতে পারে না, তেমনি প্রচণ্ড এ তাপপ্রবাহে পথচারীরাও আশ্রয় নিতে পারছেন না ছায়াতেফলে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া থেকে সারিয়াকান্দি সড়কে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার লাখো মানুষ বগুড়া জেলা সদরে যাতায়াত করেনপ্রতিদিন এই সড়কে বিভিন্ন ধরনের কয়েক হাজার যানবাহন চলাচল করে থাকে১৯৯৩ সালে ২০ কিলোমিটার সড়কের দুপাশে কয়েক হাজার বনজ বৃক্ষ রোপণ করা হয়
এ গাছগুলো পথচারীদের ছায়া দান করে আসছিলপ্রতিটি গাছে বিভিন্ন ধরনের পাখি বসবাস করতোসন্ধ্যায় পাখির কলকাকলিতে পথচারীরা মুগ্ধ হতেনসড়কটি সম্প্রসারণে দুবছর আগে গাছগুলো নিলাম করা হয়ঠিকাদারি প্রতিষ্ঠান বিশালাকার গাছগুলো কেটে নেয়এরপর গুরুত্বপূর্ণ সড়কটি গাছশূন্য হয়ে পড়েদীর্ঘদিন গাছ রোপণ না করায় জনগণ ছায়া থেকে বঞ্চিত হচ্ছেনপ্রচণ্ড তাপপ্রবাহে পিচঢালা পথ উত্তপ্ত থাকায় পথচারীরা হাঁপিয়ে উঠছেন
বগুড়া-সারিয়াকান্দি সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মিজানুর রহমান, ট্রাকচালক সাঈদ আলী ও বাসচালক স্বাধীন জানান, কয়েক বছর আগে তারা এ সড়কটি দিয়ে বেশ ছায়াযুক্ত পরিবেশে যাতায়াত করতেনসড়কের দুই পাশের গাছগুলো কেটে ফেলায় গত দুবছর ধরে তারা কাঠফাটা রোদের মধ্যে অসহ্য তাপে চলাচল করছেন
তারা বলছেন, গাছবিহীন এ সড়কটিতে দুপুর বেলায় চলাচল করতে গেলে মনে হয় কোনো উত্তপ্ত লোহার দণ্ডের ওপর দিয়ে চলাচল করছিদুই বছর আগে বড় বড় গাছগুলো কেটে ফেললেও এখনও কোনো গাছ লাগানোর পদক্ষেপ না নেয়ায় আমরা হতাশ
অটোরিকশাচালক মোসলেম উদ্দিন বলেন, এ সড়ক দিয়ে আমাদের প্রতিদিন ৫-৬ বার যাতায়াত করতে হয়গাছশূন্য সড়কে কাঠফাটা রোদের মধ্যে সারা দিন গাড়ি চালিয়ে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি
মোটরসাইকেলচালক কলেজছাত্র রাশেদ সুলতান বলেন, তিন চাকা বা চার চাকা যানের ওপরে ছাদ থাকায় তারা রোদের উত্তাপ তেমন বুঝতে পারেন নাগাছশূন্য এ সড়কে আমরা রোদে পুড়ে চলাচল করছি
পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক মু. আহসান হাবিব বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বগুড়ার যেসব সড়কে গাছ নেই সেখানে অতি দ্রুত আমাদের গাছ লাগানো উচিতগাছ লাগানোর বিষয়ে তিনি বন বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন
বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, এখন বাজেট নেইতবে বাজেট পাওয়া গেলে সেখানে গাছ লাগানো যেতে পারেবগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে চলমান তাপপ্রবাহ থেকে বাঁচতে আমাদের ব্যাপকহারে গাছ লাগাতে হবেএ জেলার প্রতিটি সড়ক- মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গাছ লাগানোর পরিকল্পনা আমাদের রয়েছেএ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়নের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছেজেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নের যে সকল সড়কে গাছ নেই সেখানে অতি দ্রুত গাছ লাগানো হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ