ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

মানুষের নাকই বলে দিবে ১৩৯ রোগের লক্ষণ : গবেষণা

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১১:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১১:৫৭:২০ অপরাহ্ন
মানুষের নাকই বলে দিবে ১৩৯ রোগের লক্ষণ : গবেষণা
নাকের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস ও ঘ্রাণ নেয়া হয়। খাবারে রুচি বৃদ্ধি বা অরুচির সঙ্গে ঘ্রাণের সম্পর্ক ঘনিষ্ঠ। তবে নাকের এই ঘ্রাণশক্তি শরীরের নানা রোগ শনাক্তেও আগাম ধারণা দিতে পারে! এমনই চমকপ্রদ বিষয় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ঘ্রাণশক্তির সমস্যা শুধু অস্বস্তিকর বিষয়ই নয়, এটি অনেক ধরনের রোগের প্রাথমিক লক্ষণও হতে পারে।
ফ্রন্টিয়ার্স ইন মলিকুলার নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, ঘ্রাণশক্তি কমে যাওয়ার সঙ্গে অন্তত ১৩৯টি বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে। এসব রোগের মধ্যে আলঝেইমার, হৃদ্রোগ ও ডায়াবেটিসও রয়েছে। তাই গন্ধ না পাওয়া শরীরের বিভিন্ন রোগ থাকার সংকেত হতে পারে।
অনেক ক্ষেত্রে শরীরে বিভিন্ন রোগের সাধারণ লক্ষণ প্রকাশের আগেই মানুষ ঘ্রাণশক্তি হারায়।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দলের গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ পার্কিনসন (স্নায়ুতন্ত্রের রোগ) রোগে আক্রান্ত হয়, তারা রোগের লক্ষণ প্রকাশের অনেক আগে থেকেই ঘ্রাণশক্তি হারিয়ে ফেলে।
একইভাবে আলঝেইমার রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই ঘ্রাণশক্তি হারানোর সমস্যাকে তাদের প্রাথমিক লক্ষণ হিসেবে উল্লেখ করে। এমনকি তাদের স্মৃতিশক্তিতে কোনো সমস্যা দেখা দেয়ার আগেই তারা ঘ্রাণশক্তি হারায়। তারা শরীরের বিভিন্ন অংশে প্রদাহের সঙ্গে গন্ধ হারানোর মধ্যে একটি স্পষ্ট সম্পর্কও উল্লেখ করেন। ঘ্রাণশক্তির সঙ্গে সম্পর্কিত স্নায়ুতন্ত্র হলো অলফ্যাক্টরি। মানুষের শরীরের এই সংবেদী ব্যবস্থা সরাসরি মস্তিষ্কের স্মৃতি কেন্দ্রের সঙ্গে যুক্ত।
গবেষকেরা বলেন, ঘ্রাণশক্তি হারানোর সঙ্গে ১৩৯টি রোগ সম্পর্কিত। তারা রোগগুলো তিনটি প্রধান শ্রেণিতে বিভক্ত করেছেনÑ নিউরোলজিক্যাল (মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সম্পর্কিত), সোম্যাটিক (শরীরের বিভিন্ন অংশ সম্পর্কিত) এবং কনজেনিটাল বা হেরেডিটারি (বংশগত রোগ)। মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন বিষণ্নতা এবং উদ্বেগ থেকে শুরু করে শারীরিক রোগ, যেমন, ডায়াবেটিস ও হৃদ্?রোগ এসব শ্রেণিভুক্ত।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ঘ্রাণেন্দ্রিয়ের স্নায়ুতন্ত্র অলফ্যাক্টরিকে উদ্দীপিত করার মাধ্যমে মানুষ এসব রোগের অনেক উপসর্গ থেকে উপশম পেতে পারে। এর জন্য বিভিন্ন তীব্র ও কটু গন্ধে শুঁকে অলফ্যাক্টরিকে প্রশিক্ষণ দেয়া যেতে পারে।
নতুন গবেষণায় দেখা গেছে, ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) আক্রান্ত রোগীরা দুই সপ্তাহ ধরে দিনে দুবার ৪০টি ভিন্ন গন্ধ নিলে তাদের স্মৃতি, মনোযোগ এবং ভাষার দক্ষতার উন্নতি হয়েছে।
এই উদ্ভাবনী পদ্ধতির নেতৃত্ব দেয়া অধ্যাপক মাইকেল লিয়ন বলেছেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম, ঘ্রাণশক্তির উন্নতি প্রবীণদের স্মৃতিকে ২২৬ শতাংশ উন্নত করতে পারে। আর এখন আমরা জানি যে সুঘ্রাণ প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, এই গন্ধগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে।
ঘ্রাণশক্তি হারানোর সঙ্গে সম্পর্কিত রোগগুলোর তালিকাÑ
নিউরোলজিক্যাল ডিসঅর্ডার (স্নায়ুতন্ত্রের বিকার): আলঝেইমার, পার্কিনসন, মাল্টিপল স্ক্লেরোসিস, বিষণ্নতা, উদ্বেগ, অটিজম, এপিলেপসি, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম, স্মৃতিভ্রম, দীর্ঘকালীন কোভিড, মাইগ্রেন, ঘুমের ব্যাধি, পোস্ট-ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), সিজোফ্রেনিয়া, ট্রমাটিক ব্রেন ইনজুরি, স্ট্রোক, ক্লাস্টার মাইগ্রেন, ফাইব্রোমায়ালজিয়া, বিভিন্ন ধরনের ডিমেনশিয়া মস্তিষ্ক এবং নার্ভের কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত অন্যান্য অবস্থা।
বডি ওয়াইড কন্ডিশন (শারীরিক সমস্যা): কোভিড ১৯, হৃদ্?রোগ, ডায়াবেটিস, মেদ, ক্যানসার (মাথা ও ঘাড়), এইচআইভি এইডস, অ্যালার্জি, অ্যাজমা, আর্থরাইটিস, সিলিয়াক রোগ, ক্রোনের রোগ, সিরোসিস, কিডনি রোগ, পুষ্টিহীনতা, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি১২ স্বল্পতা, ভিটামিন ডি স্বল্পতা বিভিন্ন শরীরের সিস্টেমকে প্রভাবিত করা অন্যান্য অসংখ্য অবস্থা।
জেনেটিক কন্ডিশন (জিনগত সমস্যা): ডাউন সিনড্রোম, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, সিস্টিক ফাইব্রোসি, উইলসন রোগ, বিভিন্ন বিরল জিনগত রোগ যা বিপাক ক্রিয়াকে প্রভাবিত করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ