ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৪:৫১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৪:৫১:৫৫ অপরাহ্ন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ
ঢাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল থেকে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি কার্যালয়ে সকাল থেকে অবস্থান নেন দলটির শত শত নেতাকর্মী। গণঅধিকার পরিষদের সারা দেশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে, গণঅধিকার পরিষদ ওই কর্মসূচি ঘোষণা দিলেও তাদের কোনো নেতাকর্মীকে রংপুর নগরীতেই দেখা যায়নি। দুপুর ১টার দিকে রংপুর নগরীর দলীয় কার্যালয় থেকে জাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবদুর রাজ্জাক, যুবসংহতির সভাপতি নাজিমুজ্জামান নাজিম, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান রহমান মোস্তফা। সভায় মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এটি ঢাকা নয়, রংপুর। এখানে গুন্ডাপান্ডা হায়ার করে লাভ হবে না। এক মিনিটও টিকতে পারবেন না। গণঅধিকার পরিষদের নেতা নুরুর দলকে আমরা হিসাব করি না। নুরুকে পেছন থেকে উসকানি দিয়ে এবং গুন্ডাপান্ডা হায়ার করে ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ওপর কুঠারাঘাত করা হয়েছে। ঢাকায় যে তাণ্ডব চালানো হয়েছে তার জবাব দেশের জনগণ একদিন দেবে। এজন্য প্রস্তুত থাকুন। সভায় অন্য নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রংপুরে জাতীয় পার্টি ২৪ ঘণ্টা দলীয় কার্যালয়ে অবস্থান করবে। আমরা এরশাদের সৈনিক, এসব হুমকি-ধামকি দেখিয়ে পার পাওয়া যাবে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ