ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ক্লাস-পরীক্ষা বর্জন করে সাত কলেজে বিক্ষোভ-মিছিল

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৪:২৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৪:২৫:২৫ অপরাহ্ন
ক্লাস-পরীক্ষা বর্জন করে সাত কলেজে বিক্ষোভ-মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলনে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ-মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির প্রথম দিন গতকাল রোববার সকালে ঢাকা কলেজে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অফিস কক্ষে দেখা গেলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিলেন না। একই চিত্র দেখা গেছে ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ ও সরকারি বাঙলা কলেজসহ অন্য কলেজগুলোতেও। বেলা ১১টায় ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে আসিফ গাজী নামে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য উপেক্ষা করে সাত কলেজের প্রত্যেক কলেজে রোববার ও সোমবার গণসংযোগ ও বিক্ষোভ-মিছিল আয়োজন করা হয়েছে। সকাল থেকে ঢাকা কলেজসহ প্রত্যেক ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিভাগ ও হলগুলোতে গণসংযোগ কর্মসূচি চালিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা; প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি দেবে। দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরেই নিয়মিত বিক্ষোভ চালিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি উঠেছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনে সবশেষ শিক্ষার্থী প্রতিনিধি রেখে কমিশন গঠনসহ চারটি দাবিতে রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। অন্য দাবিগুলো হল- সাত কলেজের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও সেখানে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করা। গতকাল রোববার সকাল ৯টায় ইডেন মহিলা কলেজের দুই নম্বর গেইট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা বিভিন্ন বিভাগে গিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনে গণসংযোগ করেন। এ সময় তারা অধিভুক্তি থেকে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার বলেন, আজকে গণসংযোগ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আন্দোলনে বিগত দিনগুলোর তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। তারা আজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং সফলভাবে আজকের কর্মসূচি পালন করা হচ্ছে। অধিভুক্ত বেগম বদরুন্নেসা কলেজেও ক্লাস-পরীক্ষা বর্জন করে বেলা ১১টা থেকে মিছিলের খবর পাওয়া গেছে। সাত কলেজের আন্দোলনে বদরুন্নেসা কলেজ প্রতিনিধি শিক্ষার্থী নুসরাত বলেন, আমরা ক্লাস বয়কট করেছি, কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষা বয়কট করা হয়নি। সকাল ১০টায় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর-টেকনিক্যাল সড়কে বিক্ষোভ করেন। কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজেও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এদিকে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির কারণে তিতুমীর কলেজ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের পূর্বঘোষিত মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে। জানতে চাইলে তিতুমীর কলেজের অধ্যক্ষ শিপ্রা রানি মণ্ডল  বলেন, আজকে আমাদের একটি মিটিং ছিল। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেটি স্থগিত করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ