ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আসছে না মাদক কারবার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১২:৩৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১২:৩৭:৪৯ পূর্বাহ্ন
অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আসছে না মাদক কারবার
দেশে মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আসছে না মাদকের কারবার। এদিকে, অভিযানে সাধারণত মাদকবহনকারীরা গ্রেপ্তার হয় কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মাদকের গডফাদারর। বিগত দিনেও তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়নি কোনোভাবেই। ফলে এলাকাভিত্তিক মাদকের সিন্ডিকেটে কোনো রদবদলও হচ্ছে না। এ অবস্থায় যথারীতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস ও এলাকাভিত্তিক মাদক ব্যবসার কৌশল পাল্টে চালিয়ে যাচ্ছেন কারবারিরা। যদিও মাদককারবারিদের পেছনে থাকা গডফাদারদের গ্রেপ্তারে সম্প্রতি কঠোর হওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের একটি সূত্র বলছে, সম্প্রতি যারা মাদক নিয়ে ধরা পড়ছে তাদের কাছ থেকে সবচেয়ে বেশি ইয়াবা ও গাঁজা উদ্ধার হচ্ছে। আর এরপরের তালিকায় রয়েছে ফেনসিডিল, জি-মরফিন ইনজেকশন, মদ জাতীয় দ্রব্য। তবে মাঝে মধ্যে আইস উদ্ধারের কথাও শোনা যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, বছরে গড়ে ৬৫ হাজারেরও বেশি অভিযান চালিয়েও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এসব অভিযান ও বছরব্যাপী অধিদপ্তরের নানা কার্যক্রমের ফলে মাদক কারবার কমার কথা থাকলেও দিন দিন বাড়ছে মামলা, আসামি ও মাদক জব্দের পরিমাণ। নিয়ন্ত্রক সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিদিন সারাদেশে পরিচালনা করছে গড়ে প্রায় তিনশ’ অভিযান। এসব অভিযানে মাদকদ্রব্য জব্দের পাশাপাশি হচ্ছে মামলা ও গ্রেপ্তার। তিন দশকের বেশি সময় ধরে সংস্থাটি নানামুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। রয়েছে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড। সংশ্লিষ্টরা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মসূচি জরুরি। একই সঙ্গে অভিযান আরও বাড়াতে হবে। দূর করতে হবে সহজলভ্যতা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সব পেশার মানুষের মধ্যেই মাদকের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছেন । তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে এক লাখ ৬৫ হাজার মানুষ জড়িত। আমাদের অধিদপ্তর থেকে আমরা ছোট-বড় কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেই না। তথ্য পাওয়া মাত্রই আমরা অভিযান পরিচালনা করি।  খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এক জরিপে দেখে গেছে যারা মাদকসেবন করেন তাদের ৯০ শতাংশই পুরুষ। বাকি ১০ শতাংশ নারী। তবে তাতে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। মাদকসেবনে নারীদের সংখ্যা কম হলেও নারীদের মাধ্যমে বিভিন্ন অভিনব উপায়ে মাদক ব্যবসা পরিচালনা করা হয়ে থাকে। সূত্রমতে, বিগত ২০২৩ সালে সারা দেশে চার হাজার ৪৫৩টি অভিযান পরিচালনা করে নয় হাজার ৯৩৯ জন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া চলতি বছরও অভিযান অব্যাহত রয়েছে। দেশজুড়ে মাদক কারবার কমিয়ে আনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সমন্বিত কর্মপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা গেলে মাদক কারবার অনেকটা কমে যাবে। কর্মকর্তারা জানান, ৬৪টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ইউনিট রয়েছে। তাদের মাধ্যমে অভিযান চালানো হয় শুধু মাদক ধরা নয়, প্রতিরোধের জন্যও। মাদকের বিস্তার না কমার পেছনে কারণ হলো প্রচুর মাদক দেশে আসছে। এর সঙ্গে পার্শ্ববর্তী দেশও জড়িত। আমদানি দ্রব্য, খাদ্যদ্রব্য থেকে শুরু করে নানাভাবে মাদক দেশে আসছে। ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এ ক্ষেত্রে আমরাও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে মাদক দূর করতে হলে পরিবার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষদের সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ