ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

জিতলে জনগণই আবার এদেশের শাসক হবে

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০১:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০১:০৭:৪৭ পূর্বাহ্ন
জিতলে জনগণই আবার এদেশের শাসক হবে
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচিত হলে সীমান্ত খুলে দেবেন কমলা হ্যারিস, যাতে অভিবাসী, সংঘবদ্ধ গ্যাং ও অপরাধীরা অনুপ্রবেশ করতে পারেন। দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কিনস্টনে রিপাবলিকান পার্টির এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, কমলা হ্যারিসের কোনও রূপকল্প নেই, কোনও ধারণা নেই এবং কোনও সমাধান নেই। তার একমাত্র বার্তা হলো বিভিন্ন সমস্যার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, কমলা যা বলেন তার সবই মিথ্যা। তার কোনও রূপকল্প নেই, কোনও মতাদর্শ নেই এবং কোনও সমাধান নেই। তিনি শুধু বলতে পারেন, ডোনাল্ড ট্রাম্প এটা করেছেন, ডোনাল্ড ট্রাম্প সেটা করেছেন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি জয়ী হতে পারেন, তাহলে প্রথম দিনেই সীমান্ত খুলে দেবেন। আমি জানি, কেন তিনি এটা করবেন। এটা কেউই জানেন না। আমি জিতলে আমেরিকার জনগণই আবার এদেশের শাসক হবে। কমলা তার শপথের লঙ্ঘন করেছেন। আমাদের সার্বভৌমত্বের সীমানা উচ্ছেদ করেছেন।
ভাষণে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নিরাপত্তা পুনরায় ফিরিয়ে আনার ওপর নিজের প্রতিশ্রুতিতে জোর দিয়েছেন তিনি। দেশটির ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবীদের কর হ্রাস এবং প্রবীণ নাগরিকদের ভাতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর আরোপিত কর কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। যেদিন আমি শপথ নেব, সেদিনই অভিবাসীদের হানা শেষ হবে। একই দিনে আমাদের দেশকে পুনরুদ্ধারের কাজ শুরু হবে। আমার পরিকল্পনা অনুযায়ী, কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কর কমিয়ে দেয়া হবে।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ সময়ে সোমবার ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস। নির্বাচন নিয়ে করা জরিপগুলো দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস দিচ্ছে। জর্জিয়া থেকে বিবিসির নর্থ আমেরিকা করেসপন্ডেন্ট জন সুদওয়ার্থ লিখেছেন, শেষ দিকের প্রচারেও ডোনাল্ড ট্রাম্প তার প্রচারে অভিবাসন বিরোধী বার্তাকেই সামনে রেখেছেন।
অন্যদিকে ওয়াশিংটন ডিসি থেকে বিবিসির কোর্টনি সুব্রামানিয়ান লিখেছেন, কমলা হ্যারিসের প্রচার দল তার জয়ের বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। তারা এখন ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্য বলে পরিচিতি অঙ্গরাজ্যগুলোর ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। মঙ্গলবার এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যেই প্রায় সাড়ে সাত কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ