ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

প্রশাসনে গতি ফেরাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৯:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৯:৫৯:৩৬ অপরাহ্ন
প্রশাসনে গতি ফেরাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার
আড়াই মাসেও প্রশাসনে গতি ফেরাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। যদিও প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে নানা পদে ব্যাপক রদবদল করা হয়েছে। কিন্তু এখনো তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব নেই। আর চলছে সচিব ছাড়াই পাঁচটি বিভাগ। তাছাড়া ঢাকা, রংপুর বিভাগে কমিশনার এবং আটটি জেলায় ডিসি নেই। বিশেষজ্ঞদের মতে, প্রশাসনে স্থবিরতা কাটাতে শূন্য পদগুলো দ্রুত পূরণ এবং কর্মকর্তাদের কাজের লক্ষ্য ও সময় বেঁধে দেয়া উচিত। সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, নিয়মমাফিক প্রতিদিনই কর্মকর্তারা সচিবালয়ে ঢুকছেন এবং রুটিনমাফিক কর্মঘণ্টা পূর্ণ করে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। অনেক মন্ত্রণালয়ে কর্মকর্তাদের কাজই নেই। নৌ পরিবহন, তথ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে কোনো সচিব নেই। পরিকল্পনা বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন বিভাগ, সংস্কৃতি, স্থানীয় সরকার বিভাগসহ গুরুত্বপূর্ণ পাঁচটি বিভাগ সচিব ছাড়াই চলছে। মাঠ প্রশাসনেও একই অবস্থা। জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায়  আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। নজরদারির অভাবে লাগামহীন বাজার ব্যবস্থাপনা। এমন পরিস্থিতিতে  উপদেষ্টা আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সঠিকভাবে দায়িত্ব পালন না করলে প্রশাসনে নতুন নিয়োগ দেয়া হবে। সূত্র জানায়, মাঠ প্রশাসনে ঢাকা ও রংপুর বিভাগে কমিশনার এবং আটটি জেলায় ডিসি নেই। এ অবস্থায় জনপ্রশাসন বিশেষজ্ঞরা প্রশাসনে স্থবিরতা কাটাতে, দায়িত্বশীলদের কাজের সময়সীমা ও লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়ার পরামর্শ দিয়েছেন। তাছাড়া সরকার ও আমলাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস তৈরিতেও জোর দিয়েছেন তারা। একই সঙ্গে দল নিরপেক্ষ থেকে সেবার মানসিকতা গড়ারও তাগিদ দেয়া হচ্ছে। প্রশাসন সাজাতে এবং কাজে গতি আনতে নতুন করে সচিব, কমিশনার ও ডিসির শূন্য পদগুলো পূরণ করতে হবে। সে জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার প্রয়োজন। এ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ সংবাদমাধ্যমকে জানান, প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজন হলে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেয়া হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ