ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০২:৩৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০২:৩৪:৩৭ অপরাহ্ন
৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ
স্বতন্ত্র পরিদফতর গঠনসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য অধিদফতর অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মেসি শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বিক্ষোভ করেন। অধিদফতরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তাতে স্বাস্থ্য অধিদফতর ভবনে বাইরে থেকে কোনও কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি এবং ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারেননি। পরে মহাপরিচালকের আশ্বাসে তারা স্বাস্থ্য অধিদফতর ত্যাগ করেন। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। বিক্ষোভকালে ‘রক্ত লাগলে রক্ত নিন, উচ্চ শিক্ষার সুযোগ দিন’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। স্বতন্ত্র পরিদফতর গঠন ছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে– ডিপ্লোমাধারীদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে, ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটি বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। এছাড়া মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়নের পাশাপাশি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালুর দাবিও জানিয়েছেন তারা। বেলা ১টার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা হলেও তিনি দেশের বাইরে অবস্থান করায় আগামী বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের দুটি ফটকের তালা খুলে দেন আন্দোলনকারীরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ