ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

পিএসসির নতুন কমিশনের প্রথম সভা আজ, আলোচনায় চার বিসিএস

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৪:২১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৪:২১:০৮ অপরাহ্ন
পিএসসির নতুন কমিশনের প্রথম সভা আজ, আলোচনায় চার বিসিএস
আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি কর্ম কমিশনেও (পিএসসি) সংস্কারের দাবি তোলেন চাকরিপ্রার্থীরা। দেরিতে হলেও সেদিকে নজর দেয় অন্তর্বর্তীকালীন সরকার। অক্টোবরজুড়ে কয়েক ধাপে পিএসসির শীর্ষ পদে নিয়োগ ও বদলি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসিতে এখন সম্পূর্ণ নতুন কমিশন। প্রশাসনিক জায়গায় এসেছে রদবদল।
আজ মঙ্গলবার নতুন এ কমিশন তাদের প্রথম সভা ডেকেছে। এ সভায় আটকে থাকা ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে আলোচনা হবে। আলোচ্যসূচিতে থাকবে আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির বিষয়টিও। ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন কমিশনের প্রথম সভা থেকে পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষাগুলোতে গতি ফেরাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে।
গতকাল সোমবার পিএসসির একজন সদস্য, পরীক্ষা শাখার (ক্যাডার) দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পরীক্ষা শাখার একজন কর্মকর্তা বলেন, সরকার পতনের আগে থেকেই তো পিএসসির কাজ বন্ধ বলা চলে। ওই যে চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনে প্রশ্নফাঁস নিয়ে সংবাদ প্রচারের পর থেকে অস্থিরতা ছিল। কার্যক্রম এক রকম বন্ধ হয়ে যায়। কর্মকর্তারাও আতঙ্কে ছিলেন। ফলে সাড়ে চার মাস স্থবির পিএসসি।
তিনি বলেন, নতুন কমিশনে চেয়ারম্যান এসেছেন, আটজন সদস্য নিয়োগ পেয়েছেন; সচিব পরিবর্তন হয়েছে। এখন কাজ করতে আর বাধা নেই। গত বৃহস্পতিবারে সভা হওয়ার কথা ছিল। তবে তার আগের দিন নতুন চারজন সদস্য শপথ নেন। তাদের নিয়ে কমিশন সভা করতে চেয়েছেন চেয়ারম্যান। এজন্য মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে।
সভার আলোচ্যসূচিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে—এমন প্রশ্নে পরীক্ষা শাখার আরেকজন কর্মকর্তা বলেন, তিনটি বিসিএস তো আটকে আছে। সেগুলো নিয়ে আলোচনা হবে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি নিয়েও আলোচনা হবে। এখন তো এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনায় আসবে বলে জেনেছি।
পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসে অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে।
ফলে এ তিন বিসিএসে কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, কেউ লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষার অপেক্ষায়। আবার কেউ লিখিত পরীক্ষার ফলে অপেক্ষায়। দীর্ঘদিনেও পিএসসি বিসিএসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হতাশ চাকরিপ্রার্থীরা। তবে নতুন কমিশন শিগগির এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা তাদের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ